" />
সম্প্রতি ‘টিম বিউটি সার্কাস’ নামের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানেও প্রশ্ন তোলা হয়েছে– কবে আসছে সিনেমাটি। একইসঙ্গে চ্যানেল আই ও জয়ার ফেসবুক থেকেও ভিডিওটি প্রকাশ করা হয়েছে । দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’ সিনেমাটির কথা যখন সবাই ভুলতে বসেছেন তখন ফের সামনে এলো ছবিটির মুক্তির বিষয়। শিগগিরই জানানো হবে সিনেমাটির মুক্তির তারিখ। সংবাদমাধ্যমকে তথ্যটি জানিয়েছেন এই সিনেমার নির্মাতা মাহমুদ দিদার।
এ প্রসঙ্গে দিদার বলেন, ‘এটি একটি বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র। বাংলাদেশের আবহমান সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ সার্কাস শিল্পকে ঘিরে এক নারীর রোমাঞ্চকর লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত। চলচ্চিত্রটি নানা চড়াই উতরাই পেরিয়ে মুক্তির মিছিলে এসে দাঁড়িয়েছে। আমরা নিজেরাও ছবিটি মুক্তির অপেক্ষায় আছি। সেই ভাবনা থেকে দর্শকদের সঙ্গে আমরাও এবার সুর মেলালাম– ছবিটি আসছে কবে?’
এরপর তিনি জানান, এরইমধ্যে সিনেমাটির মুক্তির পূর্ব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই জানানো হবে তারিখ।
জয়া আহসান এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তিনি ছাড়াও রয়েছেন ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ ও এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, মনিসা অর্চিশসহ আরও অনেকে। চলচ্চিত্রটির সহ প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম।
সরকারি অনুদানের সিনেমা ‘বিউটি সার্কাস’। ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর বিভিন্ন সময় ছবিটি সম্পর্কে তথ্য পাওয়া গেলেও মুক্তি পায়নি এটি। নির্মাতা এই বিলম্বের পেছনের কারণ হিসেবে দেখিয়েছিলেন আর্থিক সংকটকে।