টিম হোটেলে বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে উদ্বোধনী ম্যাচটি দেখেছেন পাপনও। আফগানিস্তানের এমন আগ্রাসী ক্রিকেট দেখে নিজ দলকে নিয়ে চিন্তায়ই পড়ে গেছেন বিসিবি সভাপতি।আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের এশিয়া কাপ অভিযান। কিন্তু এই আফগানরাই আসরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে। অন্যদিকে রশিদ-নবিদের কাছে ৮ উইকেটে হেরে যাওয়ার পরও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার দাবি, বাংলাদেশ দল অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ।তবে কোনো দলকেই ভয় পান না বলে সাফ জানিয়ে দিলেন পাপন। টিম হোটেলে দলের সঙ্গে দেখা করার পর উপস্থিত সাংবাদিকদের তিনি বলেছেন, ‘দলের সবার সঙ্গে দেখা করতে এসেছিলাম। খেলাটাও (আফগানিস্তান-শ্রীলঙ্কা) দেখা হলো। আসলে আমি নিজের দলকে নিয়েই চিন্তিত।’
তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিশ্বাস, বাংলাদেশ সবগুলো ম্যাচই জিতবে। সাংবাদিকদের পাপন বলেন, ‘আমরা কাউকে ভয় পাই না। আমরা প্রথম ম্যাচ থেকেই জিততে চাই। যাতে ভালো অবস্থানে থাকি। আমাদের প্রত্যেক খেলোয়াড় আশাবাদী এবং আত্মবিশ্বাসী। আমরা সবগুলো ম্যাচই জিতব। শ্রীলঙ্কাও ভালো দল। প্রত্যেকটা দলই ভালো। আমাদের কাছে প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ। যেহেতু আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ, আমরা এটার ওপরই মনোযোগ রাখছি। এটা যদি জিতে যাই ইনশাআল্লাহ শ্রীলঙ্কার সাথেও জিতব।’
টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স এখন হতাশাজনক। বোর্ড সভাপতির মতে, করোনার বিরতিতে দলের পারফরম্যান্সে ছন্দপতন হয়েছে, ‘করোনার আগ পর্যন্ত আমরা খারাপ দল ছিলাম না। আমরা এশিয়া কাপের ফাইনালে খেলেছি, শেষ ওভারে ভারতের কাছে হেরেছি। করোনা আসার পর এবং গত বিশ্বকাপে আমরা বেশ খারাপ করেছি। এটা থেকে বেরিয়ে আসার এখনই সুযোগ।’