শুক্রবার বিকেলে সমকাল অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।কয়েকদিন ধরে ‘শিক্ষার্থী নির্যাতন, হলে সিট বাণিজ্যের অভিযোগসহ নানা কারণে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা বলেছেন, একটি চক্র ইডেন কলেজ ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ডিজিটাল জালিয়াতির আশ্রয় নিয়ে এমন হীন প্রচেষ্টা চালাচ্ছে। এসব গভীর ষড়যন্ত্র করে লাভ হবে না। ইডেন কলেজ ছাত্রলীগ ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে।সম্প্রতি রিভার একটি অডিও ভাইরাল হয়। এই অডিওতে রিভাকে কলেজের রাজিয়া বেগম হলের ২০২ নম্বর কক্ষে হলের চার ছাত্রীকে গালাগাল এবং নানা ধরনের হুমকি দিতে শোনা যায়।এ বিষয়ে রিভা বলেন, সেদিনের অডিও ফাঁসের পর আমি কিন্তু ফেসবুকে ক্ষমা চেয়েছি। এ বিষয়ে নতুন করে বলার কিছু নাই। তবে আপনাদের মনে রাখতে হবে ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। ছাত্রলীগের অসংখ্য কর্মী। আর আমরা সবাই পরিবারের মতো। সেদিনও আমরা একটি অভ্যন্তরীণ বৈঠকে ছিলাম। যেহেতু আমরা নিজেরা নিজেরা বসেছিলাম তাই সেখানে অনেক রকম কথাই হতে পারে। এরমধ্যেই ষড়যন্ত্রকারী কেউ রেকর্ড করে সেটি ফাঁস করেছে। সংগঠনের গোপনীয়তা ভঙ্গ করে তারা নিশ্চয়ই অপরাধ করেছে। তবে প্রকাশিত রেকর্ডটিতে সুপার এডিট করে কিছু শব্দ বা লাইন যোগ করে ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে, যেই শব্দগুলো আমি কখনোই বলিনি।
কারা ষড়যন্ত্র করেছে বলে মনে করছেন? এমন প্রশ্নে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরমধ্যে একটি চক্র বারবার নানা ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই চক্র মাঠের রাজনীতিতে কূল না পেয়ে ঘৃণ্য পথ বেছে নিচ্ছে বার বার। পাশাপাশি আমার সংগঠনের অনেকেই যাদের কোনোকিছু হয়তো মনমতো হয়নি তারাই এমন ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, ষড়যন্ত্র করে লাভ হবে না। ইডেন কলেজ ছাত্রলীগ ঐক্যবদ্ধ আছে থাকবে। সামনে নির্বাচনের মাঠে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্বে মাঠে থাকবে ইডেন কলেজ ছাত্রলীগ। এই কলেজে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পড়েছেন, কাজেই সামনের দিনে প্রধানমন্ত্রীর অন্যতম ভ্যানগার্ড হবে ইডেন কলেজ ছাত্রলীগ।
তিনি বলেন, যারা এসব ডিজিটাল জালিয়াতি করে আমাদের ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। পেছনে-ফেসবুকে এসব না রটিয়ে মাঠে আসুন। আজকে যখন দেশ উন্নয়নের মহাসড়কে, চোখের সামনে দৃশ্যমান পদ্মাসেতু, তরুণ প্রজন্মের মেট্রোরেল, কর্ণফুলী টানেল, সমুদ্র জয়, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট, তখন ওই জামায়াত-তারেক গংদের গাঁ জ্বালা করে! এসব ষড়যন্ত্র করে লাভ হবে না। সামনের নির্বাচনে আবারো জনগণের ভোটে প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা।
গণমাধ্যমকে উদ্দেশ্য করে রিভা বলেন, গণমাধ্যমের বন্ধুদের একটা কথাই বলবো, ছাত্রলীগের ক্ষেত্রে পান থেকে চুন খসলেই আপনারা নিউজ করেন। কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না- এই ছাত্রলীগের হাত ধরে বাংলাদেশে স্বাধীন হয়েছে। আমাদের সুযোগ্য সভাপতি-সম্পাদকের নেতৃত্বে এই ছাত্রলীগই যখন শ্রমিক পাওয়া যাচ্ছিল না তখন বাংলার কৃষকের ধান কেটে দিয়েছিল, এই ছাত্রলীগই করোনার সময় যখন সন্তান পিতার লাশ দাফন করছিল না তখন তাদের পাশে দাঁড়িয়েছে। যুগে যুগে ছাত্রলীগই সকল সংকটে সংগ্রামে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও দাঁড়াবে।
তার বিরুদ্ধে চাঁদাবাজি এবং সিট বাণিজ্যের অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে রিভা বলেন, এগুলো সবই মনগড়া কথাবার্তা। আজ পর্যন্ত এমন কোনো অভিযোগ কলেজ প্রশাসনের কাছে কেউ দেয়নি। এটা মেয়েদের কলেজ এখানে সন্ত্রাসবাদের সুযোগ নেই। চাঁদাবাজির প্রশ্নই আসে না। মেয়েরা মায়ের জাত, ইডেনে আমরা নিজেদের মধ্যে পারিবারিক বন্ধনে আবদ্ধ এবং আমরা সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ।