বিএনপি-আ'লীগের ব্যাপক সংঘর্ষ,নোয়াখালীতে আহত ৩০ - নাগরিক দৃষ্টি টেলিভিশন " /> বিএনপি-আ'লীগের ব্যাপক সংঘর্ষ,নোয়াখালীতে আহত ৩০ - নাগরিক দৃষ্টি টেলিভিশন
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৭ অপরাহ্ন
নিউজ বোর্ড :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ নির্বাচন ২৯ জানুয়ারির মধ্যে,না হলে অরাজকতা-ইসি আলমগীর স্বর্ণের ভরি লাখের নিচে নামল ৮ মাসে ধর্ষণের শিকার ৪৯৩ শিশু, গণধর্ষণ ৭২ ৪১ কোটি টাকা পাচারপররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকিরের পাসপোর্ট আদালতে জমার নির্দেশ বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ নেত্রকোনায় বিএনপি নেতা কারাগারে প্রধানমন্ত্রীকে হুমকি ফুলবাড়ীতে ২০২৩ সালের সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার রাষ্ট্রপতি পাবনায় পৌঁছেছেন বরং আরও শক্তিশালী হয়েছে বিএনপি, ভিসানীতি নিয়ে মির্জা ফখরুল বৃহস্পতিবার থেকে ৩ দিনের ছুটিতে দেশ বিআইডব্লিউটিএ প্রধানমন্ত্রীর জন্মদিনে ২৮ সেপ্টেম্বর নৌকা বাইচ করবে নারী আইনজীবীদের হুঁশিয়ারি খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে মশাল হাতে দেশকে এগিয়ে নিচ্ছেন শেখ হাসিনা:শ ম রেজাউল করিম ট্রাম্পের ব্যবসা বন্ধের পথে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র যেসব দেশের গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বর-কনেসহ শতাধিক নিহত,ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে শান্ত আরও একটি সুসংবাদ পেলেন তামিমকে দলে নিতে লিগ্যাল নোটিশ বিসিবির বিয়ের প্রলোভনে কক্সবাজারে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবকের বিরুদ্ধে মামলা
নোটিশ বোর্ড :
জরুরি ঘোষণাঃ আমাদের আই টি বিভাগের কারিগরি উন্নয়ন এর কাজ চলছে! এতে প্রচারে বিঘ্ন ঘটতে পারে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। #Ndtvbdnewsroom “জরুরী আবশ্যক”বেসরকারী অনলাইন টেলিভিশন চ্যানেল ” নাগরিক দৃষ্টি টেলিভিশন ” এনডিটিভি তে এ উপস্থাপক উপস্থাপিকা, ভয়েস আটির্স,অফিস সহকারী পুরুষ – মহিলা এসএসসি,এইচএসসি,স্নাতক,ছবি সহ আবেদন করতে হবে এই মেইলে hr@ndtvbd.com * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * নাগরিক সাংবাদিকতার পথে ,আপনি হতে পারেন নাগরিক সাংবাদিক, দেরি না করে এখনি পাঠিয়ে দিন আপনার ছবি সহ বায়োডাটা এই মেইলে hr@ndtvbd.com, আপনারা যদি কোন সংবাদ বা নিউজ ক্লিপ পাঠাতে চান তাহলে এই মেইলে পাঠাতে পারেন news@ndtvbd.com– Head Of News–* পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার

বিএনপি-আ’লীগের ব্যাপক সংঘর্ষ,নোয়াখালীতে আহত ৩০

noakhali

5 / 100

সোনাইমুড়ী উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, জালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি, দেশব্যাপী তীব্র লোডশেডিং এবং ভোলা জেলায় ছাত্রদল সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে সোনাইমুড়ী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সোনাইমুড়ী পৌর সদরের সিটি সেন্টারের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত সোনাইমুড়ী-ছাতারপাইয়া, সড়ক-সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয় সড়ক ও বাইপাসে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সোনাইমুড়ী থানার ওসি সহ চার পুলিশ সদস্য এবং বিএনপি-আওয়ামী লীগ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দেওটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সবুজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেদওয়ানুল ভূঁইয়া ও চাষীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. হানিফ এর অবস্থা গুরুতর।সোনাইমুড়ী পৌর বিএনপির আহ্বায়ক ও সোনাইমুড়ী পৌরসভার সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক সমকালকে বলেন, তারা বিকেল সোয়া ৩টার দিকে সিটি সেন্টারের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করেন। উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ন মহাসচিব ও নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় বিএনপি নেতা মামুনুর রশিদ, মোতাহের হোসেন মানিক। সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। ওই মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এবং পুলিশ অতর্কিত হামলা চালায় এবং গুলি ছোঁড়ে। বিএনপির নেতাকর্মীরা আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালায়। এতে তার দলের কমপক্ষে ৩০-৩৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

noakhali

বিএনপির যুগ্মমহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির স্থলের আশপাশ এলাকায় গত ২-৩ দিন থেকে সরকার দলীয় লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন। শনিবার বিকেলে আমাদের সমাবেশ শুরু হলে তারা অতর্কিত হামলা চালায়।’ এতে তার দলের ৪০-৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন। এ ছাড়া বিএনপির নেতাকর্মীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়। তিনি হামলাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান।

স্থানীয়রা জানান, বিকেল সোয়া ৩টার দিকে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আফম বাবুল (বাবু চেয়ারম্যান) ও স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক দিলদার হোসেন নোবেলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ছাতারপাইয়া সড়ক থেকে শুরু হয়। মিছিলটি সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের সড়কের মাথায় পৌঁছালে বিএনপির লোকজন মিছিলে অতর্কিত হামলা করে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক দিলদার হোসেন বলেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে বিএনপির লোকজন অতর্কিত হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তিনি বলেন, ‘বিএনপির কর্মীরা ইটের টুকরা নিয়ে আমাদের মিছিলে হামলা চালায়। ইটের আঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার সবুজ, মো. হানিফ ও ছাত্রলীগ নেতা গুরুতর আহত হন।’

সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আফম বাবুল বলেন, ‘বিএনপি সমাবশের নামে নাশকতা সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু স্থানীয় আওয়ামী লীগের প্রতিরোধের মুখে তারা কোনো সমাবেশ করতে না পেরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর ইট-পাটকেল দিয়ে হামলা চালিয়েছে।’ তবে হামলায় তার দলের কতজন আহত হয়েছেন তা তিনি বলতে পারেননি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে একটি সমাবেশ ডাকা হয়। কিন্তু তারা সমাবেশ স্থলে কোনো মঞ্চ, চেয়ার আনেনি। হঠাৎ করে তারা এক দিক থেকে চৌরাস্তা এলাকায় একত্রিত হয়। এ সময় পুলিশ নিরাপত্তা বলয় তৈরি করে। এমন সময় হট্টগোল সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল হাসান রাজিব বলেন, ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ইটের আঘাতে সোনাইমুড়ী থানার ওসি হারুনুর রশিদ সহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা