আমরা আগেই বলেছিলাম প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিবেন আমরা তা মেনে নেব। যেহেতু প্রধানমন্ত্রী মালিকদের সাথে বসে মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেছেন। তাই আমরা আগামীকাল থেকেই কাজে যোগদান করবো।
সাধারণ চা শ্রমিকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলও করেছেন। চা শ্রমিক দুলাল হাজরা বলেন, প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা তাই মেনে নিব। আমরা এখন বাগানের জন্য কাজ করবো। প্রধানমন্ত্রী বলেছেন আমাদের সাথে কথা বলবেন, আমারা আশা করি তিনি আমাদের বাকি দাবিগুলো মেনে নিবেন।
চা শ্রমিক সিলা ভূইয়া বলেন, আমরা দীর্ঘদিন ধরে খেয়ে না খেয়ে আন্দোলন করেছি। এখন প্রধানমন্ত্রী আমাদের মজুরি ১৭০ টাকা দিয়েছেন। আমরা খুশি। কাল থেকে আমরা কাজে নামবো।চা বাগানের মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর নতুন মজুরি ১৭০ টাকা ঘোষণায় আগামীকাল রোববার থেকেই কাজে যোগ দেবেন চা শ্রমিকরা। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেন।