শনিবার নারায়ণগঞ্জ শহরে বঙ্গবন্ধু সড়কের ২নং রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামীম ওসমান।সারাদেশে না খেলে বিএনপিকে নারায়ণগঞ্জে খেলার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
এসময় বিএনপিকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, খেলতে হলে ডেট দেন, কবে খেলবেন। আমরা খেলতে প্রস্তুত।
শামীম ওসমান বলেন, বর্তমান পরিস্থিতিতে যারা বলছেন, বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো হয়ে যাবে তাদের উদ্দেশে বলছি, এত খুশি হওয়ার কিছুই নাই। দায়িত্বশীল বিরোধী দল হলে সরকারের কোনো ভুল আছে কিনা, থাকলে কোথায় সেটা তা ধরিয়ে দিন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, আপনি বিএনপিকে চা খাওয়াতে চান যারা আপনাকে মারতে চেয়েছিল। যারা বঙ্গবন্ধু হত্যার বিচার হতে দেয় নাই। যারা এদেশে নির্বিচারে মানুষ হত্যা করেছে। আপনি তাদের চায়ের দাওয়াত দিতে পারেন না।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের টার্গেট সরকার ফেলে দেওয়া নয়। তাদের মূল টার্গেট শেখ হাসিনাকে ফেলে দেওয়া। তার কারণ শেখ হাসিনা এদেশের আগামী প্রজন্মের সম্পদ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ। ফখরুল সাহেবরা লন্ডনের নির্দেশে মরণ খেলায় নেমেছেন। আপনারা খেলবেন আমাদের সঙ্গে। কবে খেলবেন বলেন। আমরাও খেলতে চাই। আপনারা ধংসের পক্ষে আর আমরা খেলবো ধংসের বিপক্ষে।
সমাবেশে সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নারায়ণগঞ্জের সভাপতি বাবু চন্দন শীল। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াজেদ আলী খোকন, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল প্রমুখ।