" />
দুইয়ে আছে বেলজিয়াম। যাদের সঙ্গে ব্রাজিলের পয়েন্টের ব্যবধান এখন ১৬। তবে আগের ১৯২ নম্বর পজিশনেই আছে বাংলাদেশ। আগের প্রকাশিত র্যাংকিংয়েই পিছিয়ে গিয়েছিল লাল-সবুজ জার্সিধারিরা। এখনও সেই একই অবস্থানে রয়েছে তারা। রেটিং পয়েন্ট কেবল ৮৮৩.১৮।ফিফা র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
যদিও সর্বশেষ র্যাংকিং প্রকাশের আগে খুব একটা আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়ায়নি। শীর্ষে থাকা দেশগুলো কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলেনি। যার ফলে তাদের রেটিং পয়েন্টেও কোনো হেরফের হয়নি। তাই চাইলেও কেউ ব্রাজিলের জায়গা দখলে নিতে পারতো না। এই সময়ের দর্শকনন্দিত দল আর্জেন্টিনা আছে তিনে। আর চারে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। পাঁচ নম্বর অবস্থান করছে ইংল্যান্ড। এক থেকে পাঁচে থাকা এই দলগুলো এবার কাতার বিশ্বকাপেও পরিস্কার ফেবারিট।সাফ অঞ্চলে বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। পাকিস্তান ১৯৫তম এবং শ্রীলঙ্কা ২০৭তম। সাফ অঞ্চলে সবচেয়ে এগিয়ে ভারত। তারা রয়েছে ১০৪তম স্থানে। যদিও সম্প্রতি ফিফার নিষেধাজ্ঞার কবলে পড়েছে ভারত।