চলতি বছরের ২৩ মার্চ বুলগেরিয়ার রাজধানী থেকে যাত্রা শুরুর পর বিচিত্র সব অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। সুদানে মুখোমুখি হতে হয়েছে বালুঝড়ের, রাত কাটাতে হয়েছে প্রশান্ত মহাসাগরের নির্জন দ্বীপে। দুবাইয়ের তীব্র গরম আর ভারতে আচমকা বিমানবন্দর বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও দেখতে হয়েছে ম্যাককে।
পাঁচ মাস একা বিমান চালিয়ে দুনিয়া ঘুরে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ১৭ বছর বয়সী এক ব্রিটিশ-বেলজিয়ান পাইলট। ম্যাক রাদারফোর্ড নামের এই কিশোর তাঁর ছোট্ট শার্ক বিমানটি নিয়ে ৫২টি দেশের আকাশ ঘুরে বুলগেরিয়ার সোফিয়াতে এসে যাত্রা শেষ করেছেন। তাঁর বাবা-মা ব্রিটিশ; বেড়ে ওঠা আর লেখাপড়া বেলজিয়ামে। খবর বিবিসির।এসব প্রতিবন্ধকতা জয় করেই তাঁর বিমান ঘুরে বেড়িয়েছে ইউরোপ, এশিয়া, আফ্রিকা আর যুক্তরাষ্ট্রের আকাশ, পাড়ি দিয়েছে দুটি মহাসাগর। কেবল বাধা আর বিপত্তিই নয়, কেনিয়ার বিস্তৃত অভয়ারণ্য কিংবা নিউইয়র্কের দিগন্ত ছোঁয়া ভবনগুলোর ওপর দিয়ে বিমান চালিয়ে পুলকিত হওয়ার কথাও জানিয়েছেন এই কিশোর।তাঁর বিমান যুক্তরাজ্যের স্কটল্যান্ডের উইকে নামার দিনকয়েক আগেই লন্ডনের বিগিন হিল বিমানবন্দর থেকে উড়াল দিয়েছিল।