রাজধানীর নীলক্ষেত-নিউমার্কেট থেকে লালবাগ পর্যন্ত গণসংযোগ, প্রচারপত্র বিতরণ ও পথসভায় নেতারা এসব কথা বলেন। জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার ও দ্রব্যমূল্য কমানোর দাবিতে ২৭ আগস্ট গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ ও পদযাত্রা সফল করতে প্রচারণার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা বাস্তবায়নে ভূমিকা রাখছে। এর অংশ হিসেবে ১৫০ আসনে ইভিএমে ডিজিটাল চুরির ব্যবস্থা নিশ্চিত করতে চাইছে। আগামী নির্বাচনে নিশিরাতের ভোট ডাকাতির সঙ্গে ভোট ডাকাতির নতুন মাত্রা যোগ করবে ইভিএম। তবে জনগণ এই ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেবে না।
গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বাম জোটের আজকে অর্ধদিবস হরতাল কর্মসূচির প্রতি নৈতিক সমর্থন জানিয়ে নেতারা বলেন, জনগণ এবার ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেমেছে। ভোটাধিকার প্রতিষ্ঠা করতে বিদ্যমান স্বৈরতান্ত্রিক শাসনতন্ত্র বদলে গণতান্ত্রিক শাসনতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে বিজয়ী করতে হবে। কোনো লোভ দেখিয়ে কিংবা ভয় দেখিয়ে এই সংগ্রাম থেকে জনগণকে পিছু হটানো যাবে না।
সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করে নেতারা আরও বলেন, বিগত নতজানু নির্বাচন কমিশনে তিনিই একমাত্র সৎসাহস নিয়ে ভোট জালিয়াতি ও নানা অনিয়ম তুলে ধরেছেন। জনগণ তাঁর ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণে রাখবে।
কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মমিনুল ইসলাম, জেএসডি কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান প্রমুখ উপস্থিত ছিলেন।