বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, জ্বালানি ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশে বাম গণতান্ত্রিক জোটের (এলডিএ) ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
এ বিষয়ে বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি সাদিকুল ইসলাম সোহেল সমকালকে বলেন, আমরা সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ কাঁটাবন, নীলক্ষেত মোড়ে পিকেটিং করি। একপর্যায়ে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গেলে পুলিশ আমাদের বাধা দেয়। পরে আমরা সরে যাই। বর্তমানে আমরা পল্টন মোড়ে অবস্থান করছি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার সমকালকে বলেন, তারা শাহবাগ মোড়ে বসতে চেয়েছিল। কিন্তু এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটবে তাই আমরা তাদেরকে সরিয়ে দেই এবং তারা চলে যায়।
তবে সকাল সাড়ে দশটার দিকে শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, সজ্জিত হয়ে বিপুল পরিমাণ পুলিশ টহল দিচ্ছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।