তার নাম হাবিব মন্ডল। দিল্লিতে খেলতে গিয়েছিলেন তিনি। ব্যাটিংয়ের সময় প্রতিপক্ষের করা বল হাবিরের বুকের বাঁ দিকে আঘাত করে। সঙ্গে সঙ্গে উইকেটে লুটিয়ে পড়েন তিনি এবং জ্ঞান হারান। বুকে বল লেগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। গত ১৯ আগস্ট এই দুর্ঘটনা ঘটে। বাংলার এই ক্রিকেটারের মৃত্যুর বিষয়টি আনন্দবাজার পত্রিকা নিশ্চিত করেছে।
দ্রুতই তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাও শুরু হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরই চিকিৎসক জানান হাবিবের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল থানার জয়ন্তীপুরের বাসিন্দা তিনি। গত ১৫ অগস্ট দিল্লি যান। বুকে বল লাগার পর প্রথমে তার পরিবারকে অসুস্থতার কথা জানানো হয়। পরে দেওয়া হয় মৃত্যুর খবর। তার স্ত্রী নীলিমা মন্ডল বলেন, ‘খেলতে পছন্দ করতো হাবিব। বলতো, খেলতে গিয়ে প্রাণ গেলে যাক। খেলাই ওর প্রাণ কেড়ে নিল।’