মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গাজীপুর কালীগঞ্জ এলাকার বালিগাঁও নয়ানগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন- বন্যা আক্তার (৩১), আশিকুর রহমান (২৫), সংগিতা তেরেজা কস্তা (৩৩), মেরী গমেজ (৪০), সীমা আক্তার (৩৪) ও শামীমা আক্তার (৩২)।
এ সময় তাদের কাছ থেকে ভুক্তভোগী নারীর চিকিৎসা পত্র ও হাসপাতাল পরিচালনার মেয়াদ উত্তীর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।কালীগঞ্জের জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারে প্রস্তুতি নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতালটির পরিচালক বন্যা আক্তারসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, গত ২১ আগস্ট সকালে গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন তুমুলিয়া ইউনিয়নের আব্দুর রাজ্জাকের স্ত্রী ভিকটিম শিরিন বেগম (৩২) এর প্রসব বেদনা উঠে। পরে একই ইউনিয়নে বসবাসরত পূর্ব পরিচিত ‘জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনেস্টিক সেন্টার’ এর ব্যবস্থাপনা পরিচালক বন্যা আক্তারের মাধ্যমে হাসপাতালে সিজারিয়ান অপারেশনের জন্য ভর্তি হয়। পরে ভুল চিকিৎসায় সেই প্রসুতির মৃত্যু হয়।
এ ঘটনায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি ডাক্তার সানজিদা পারভীনকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।