মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।রাজধানীর নারিন্দা এলাকায় একটি বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)।
তিনি বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর নারিন্দার একটি বাসা ঘিরে রেখেছে র্যাব। বাড়িটিতে মাদকবিরোধী অভিযান চলছে।
রাত ১২টা ৪৫ মিনিটে এক সংবাদ সম্মেলনে র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখা পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ বিষয়ে বিস্তারিত জানাবেন। ফকিরচান সর্দার কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।