" />
বিতর্কিত এই বিজেপি নেতাকে মঙ্গলবার সকালে হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করা হয়। খবর এনডিটিভির
মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় ভারতের তেলেঙ্গানার বিজেপি বিধায়ক (বিধানসভা সদস্য) রাজা সিংকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রতিবেদনে বলা হয়, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে বিজেপি বিধায়ক টি রাজা সিংয়ের বিরুদ্ধে সোমবার রাতে হায়দরাবাদে ব্যাপক বিক্ষোভ করেন সাধারণ মানুষ। আর এরপরই মঙ্গলবার অভিযুক্তকে আটক করে পুলিশ।
হায়দরাবাদের দক্ষিণ অঞ্চলের পুলিশ কমিশনার পি সাই চৈতন্য বলেছেন, ধর্মীয় বিশ্বাসের অবমাননা সংক্রান্ত আইনের ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিভিন্ন প্রতিবেদন অনুসারে, সোমবার রাতে শহরের পুলিশ কমিশনার সিভি আনন্দের অফিসের সামনে এবং হায়দরাবাদের অন্যান্য অংশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এনডিটিভি বলছে, তেলেঙ্গানা রাজ্য বিজেপির বিধায়ক টি রাজা সিং ১০ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন তিনি। এরপরই সোমবার রাতে হায়দরাবাদ শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
হায়দরাবাদের দক্ষিণ অঞ্চলের পুলিশ কমিশনার পি সাই চৈতন্য বলেছেন, ধর্মীয় বিশ্বাসের অবমাননা সংক্রান্ত আইনের ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিভিন্ন প্রতিবেদন অনুসারে, সামাজিক মাধ্যমে প্রচারিত এক ভিডিওতে ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন রাজা সিং। এরপরই সোমবার রাতে শহরের পুলিশ কমিশনার সিভি আনন্দের অফিস এবং হায়দ্রাবাদের অন্যান্য অংশে বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভকারীরা বলেন, রাজা সিং মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছেন এবং তাকে অবিলম্বে গ্রেফতার করা হোক।
পরে বিক্ষোভকারীদের হেফাজতে নিয়ে বিভিন্ন থানায় পাঠানো হয়।
শহরের গোশামহলের এমপি (বিধায়ক) টি রাজা সিং গত সপ্তাহে একটি কমেডি শোতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। এর আগে শুক্রবার তিনি স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকীর অনুষ্ঠান বাতিল করার জন্য সমর্থকদের নিয়ে হাজির হন এবং সেখানে বাধা সৃষ্টি করেন। পরে পুলিশ তাকে সরিয়ে দেয়।
এর আগে সম্প্রতি বিজেপির সাবেক জাতীয় মুখপাত্র নূপুর শর্মা মহানবীকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করেন। ওই ঘটনায় মুসলিমরা বিক্ষোভ ও প্রতিবাদ করলেও শুরুতে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ভারত সরকার।
তবে ঘটনা প্রকাশ হতে ও ভিডিও ছড়িয়ে পড়লে বিশ্বের মুসলিম দেশগুলো কঠোর নিন্দা জানায়। এরপরই নড়েচড়ে বসে মোদি সরকার। তাৎক্ষণিকভাবে নূপুর শর্মাকে মুখপাত্রের পদ থেকে বহিষ্কার করা হয়। তবে এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি। এমনকি তার বিরুদ্ধে যেসব মামলা হয়েছিল সেগুলোর তদন্তও বেশিদূর এগোয়নি।