" /> ভারতে উদ্ধার ১১৪ বাংলাদেশি জেলের,কান্না থামছে না,আকুতি দেশে ফেরার - নাগরিক দৃষ্টি টেলিভিশন
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ন
নিউজ বোর্ড :
কোনো বিভাজন চলবে না উন্নয়নের ক্ষেত্রে: রাষ্ট্রপতি কোনো যৌক্তিকতা নেই ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার : প্রধানমন্ত্রী ‘জওয়ান’, নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ মামলাজটের পাহাড় কমাতে হবে মেডিয়েশনের মাধ্যমে : বিচারপতি মো. আশরাফুল কামাল বাঁশও পাল্লা দিয়েছে ঊর্ধ্বগতির বাজারে উন্নয়নে বড় বাধা কন্যাশিশুর বাল্যবিয়ে : প্রতিমন্ত্রী ইন্দিরা দেখুন মানুষের মতো দামাদামি করে বাজার থেকে ফল কিনছে বাঁনর আটকে পড়েছেন শতাধিক পর্যটক,টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ, মস্কোর সঙ্গেই থাকতে চান ইউক্রেনের ৪ প্রদেশের লোকজন: পুতিন শাটডাউনের শঙ্কায় পড়েছে যুক্তরাষ্ট্রের সরকার ২য় প্রস্তুতি ম্যাচে থাকবেন সাকিব ক্রিকেট বিশ্বকাপ- ২০২৩ ঠাকুরগাঁওয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আনসার বাছাই কার্যক্রম মালদ্বীপ বিএনপির ভার্চুয়ালি কর্মী সমাবেশে ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। ইতিহাসের সবচেয়ে ভয়ংকর নারী কে, পুরুষ হত্যা করা যাদের নেশা ছিলো? জাহেলী যুগে দাস-দাসীদের অবস্থা কেমন ছিল? মালদ্বীপে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭’তম জন্মদিন পালন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ার অনুপ্রেরণা সজীব ওয়াজেদ ভার্জিনিয়ায় মায়ের জন্মদিন উদযাপন করেছেন সততার সঙ্গে দেশের ভাবমূর্তি জোরদারে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী ইউরেনিয়ামের প্রথম চালান পৌঁছেছে রূপপুর পারমাণবিক কেন্দ্রে
নোটিশ বোর্ড :
জরুরি ঘোষণাঃ আমাদের আই টি বিভাগের কারিগরি উন্নয়ন এর কাজ চলছে! এতে প্রচারে বিঘ্ন ঘটতে পারে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। #Ndtvbdnewsroom “জরুরী আবশ্যক”বেসরকারী অনলাইন টেলিভিশন চ্যানেল ” নাগরিক দৃষ্টি টেলিভিশন ” এনডিটিভি তে এ উপস্থাপক উপস্থাপিকা, ভয়েস আটির্স,অফিস সহকারী পুরুষ – মহিলা এসএসসি,এইচএসসি,স্নাতক,ছবি সহ আবেদন করতে হবে এই মেইলে hr@ndtvbd.com * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * নাগরিক সাংবাদিকতার পথে ,আপনি হতে পারেন নাগরিক সাংবাদিক, দেরি না করে এখনি পাঠিয়ে দিন আপনার ছবি সহ বায়োডাটা এই মেইলে hr@ndtvbd.com, আপনারা যদি কোন সংবাদ বা নিউজ ক্লিপ পাঠাতে চান তাহলে এই মেইলে পাঠাতে পারেন news@ndtvbd.com– Head Of News–* পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার

ভারতে উদ্ধার ১১৪ বাংলাদেশি জেলের,কান্না থামছে না,আকুতি দেশে ফেরার

jele va

5 / 100

বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় গভীর সমুদ্রে দুর্ঘটনাগ্রস্ত হয় ভারত ও বাংলাদেশের একাধিক জেলে ট্রলার। দীর্ঘ সময় পানিতে ভাসতে ভাসতে সাগরের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় পানি সীমায় প্রবেশ করেন এই ১১৪ বাংলাদেশি জেলে। ওই সময় মৃত্যুমুখ থেকে তাদের উদ্ধার করেন ভারতীয় জেলে, নৌসেনা, ভারতীয় কোস্টগার্ড এবং বন বিভাগের কর্মকর্তারা।দেশে ফিরতে চান ভারতীয় পানিসীমায় উদ্ধার হওয়া ১১৪ জন বাংলাদেশি জেলে। ভারতে তাদের থাকা-খাওয়া ও চিকিৎসার সু-ব্যবস্থা সত্ত্বেও পরিবার-পরিজনের জন্য ও সমুদ্রে ডুবে যাওয়ার ভয়াবহ মুহূর্তের কথা স্মরণ করে তাদের কান্না থামছে না।জানা যায়, উদ্ধার হওয়া বাংলাদেশি ১১৪ জেলের প্রত্যেকেই পশ্চিমবঙ্গের কাকদ্বীপ ব্লকের সুপার স্পেস্যালিটি হাসপাতাল ও পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন। যদিও তাদের মধ্যে ৯ জন এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বর্তমানে শারীরিকভাবে সুস্থ জেলেদের ৩৩ জনকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশন ও কাকদ্বীপ ওয়েলফেয়ার ফিশারম্যান অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে কাকদ্বীপ এলাকায় রামকৃষ্ণ মিশনের অধীনে থাকা একটি সরকারি ত্রাণ শিবিরে রাখা হয়েছে। বাকি ৭২ জনকে রাখা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে আরেকটি ত্রাণ শিবিরে। প্রশাসন সূত্রে জানা যায়, অসুস্থ নয় জেলে সুস্থ হয়ে উঠলে তাদের ও এই ত্রাণ শিবিরে যোগ দেওয়ার কথা। ত্রাণ শিবিরেরই তাদের পর্যাপ্ত খাদ্য ও পোষাকের ব্যবস্থা করা হয়েছে।

jele va

বাংলাদেশি জেলেরা জানান, তারা শারীরিকভাবে সুস্থ থাকলেও অধিকাংশ জেলের মধ্যেই গভীর সমুদ্রে ভেসে থাকার আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। ডুবে যাওয়া বাংলাদেশি ট্রলারের জেলে মো. মফিজ বলেন, প্রায় ৩৬ ঘণ্টা গভীর সমুদ্রে ভেসে থাকার পর ভারতীয় এক ট্রলার তাদের উদ্ধার করে। তাদের দলের ২০ জন সদস্যের মধ্যে ২ জন এখনও চিকিৎসাধীন। যত দ্রুত সম্ভব দেশে ফিরে পরিবার পরিজনদের মধ্যে ফিরতে চান তারা। এক্ষেত্রে দুই দেশের প্রশাসনিক সহযোগিতা প্রার্থনা করেন তারা।

আরেক মৎস্যজীবী ইয়াকুব আলী বলেন, আমাদের কাছে আগাম সতর্কবার্তা ছিল না, তাই বিপদে পড়েছি। উদ্ধার হওয়ার পরে এখনও সব মৎসজীবীরা তাদের মহাজন বা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। পরিবারের সবাই দুশ্চিন্তায় রয়েছে। যারা যোগাযোগ করতে পেরেছে, তাদের পরিবারের কান্নাও এখনও থামছে না।

ভারতীয় ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য বাবলু পাল বলেন, ‘উদ্ধার হওয়ার পর থেকেই বাংলাদেশি মৎস্যজীবীরা কান্নাকাটি করছেন। আমরা ইতোমধ্যে উপযুক্ত পদক্ষেপের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অ্যাসোসিয়েশনের তরফে আবেদন জানিয়েছি। আমাদের এখানে তাদের খাদ্য-বস্ত্রের ব্যবস্থা করা হয়েছে, আপাতত তারা ভালো আছেন। তবে তাদের একমাত্র ইচ্ছা- তারা দ্রুত নিজের বাড়িতে ফিরতে চান।’

এদিকে ভারতের পক্ষ থেকে প্রশাসনিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে অনিচ্ছাকৃত সীমান্ত অতিক্রম হওয়ায় বাংলাদেশি জেলেদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না। সে ক্ষেত্রে দুই দেশের সরকারের আলাপ-আলোচনার ভিত্তিতে যত দ্রুত সম্ভব বাংলাদেশি এসব জেলেদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

ওয়েস্ট বেঙ্গল ফিশারমেন অ্যাসোসিয়েশন সম্পাদক বিজন মাইতি জানান, উদ্ধারের পর প্রত্যেক বাংলাদেশি জেলেকে প্রশাসনিক তত্ত্বাবধানে বিভিন্ন ত্রাণ শিবিরে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো আইনগত অভিযোগ নেই। তবে তাদের দেশে ফেরাতে আন্তর্জাতিক আইন সংক্রান্ত কিছু পদ্ধতিগত প্রশাসনিক জটিলতা রয়েছে। সে ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশ সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে উপযুক্ত আইনি পদক্ষেপ এর মাধ্যমে তাদের দ্রুত দেশে ফেরানোর দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা