ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আসন্ন বিশ্বকাপে নিরাপত্তার জন্য পাকিস্তানের কাছে সহায়তা চেয়েছিল কাতার। মধ্যপ্রাচ্যের দেশটির আহ্বানে সাড়া দিয়ে সৈন্য পাঠানোর বিষয়ে অনুমোদন দিয়েছে পাকিস্তানের মন্ত্রীসভা। তার আগে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দিয়েছিল পাকিস্তানের সামরিক বাহিনী।আগামী ২০ নভেম্বর কাতারের মাটিতে অনুষ্ঠিত হবে এবারের ফুটবল বিশ্বকাপ।
দ্য গ্রেটেস্ট শো অন আর্থের নিরাপত্তার দায়িত্ব পড়তে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের কাঁধে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।অবশ্য পাকিস্তানের কাছ থেকে নিরাপত্তা সহায়তা চাওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বিশ্বকাপের আয়োজকরা। এক্ষেত্রে কাতার সরকারের মিডিয়া অফিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।