ক্রিকেটাররা কিভাবে তাদের পারফরমেন্স ভালো করবে তা নিয়ে অনেক দিন ধরে চলছে আলোচনা। তার উপর এশিয়া কাপের স্কোয়াড সাজাতে গিয়ে হিমশিম খাওয়া তো রয়েছেই। ধারাবাহিক পারফরমাররা দলের সঙ্গে চোটের জন্য থাকতে পারছে না। এসব কিছুর মাঝে কোচিং প্যানেলে পরিবর্তনের আভাস। এসব কিছু কিভাবে নিচ্ছেন দেশ সেরা অলরাউন্ডার সেসব প্রশ্নেরই উত্তর দিয়েছেন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে।বাংলাদেশ ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাট নিয়ে আলোচনার যেন শেষই হচ্ছে না। আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবির রয়েছে বড় রকমের পরিকল্পনা। যার সুবাদে সংক্ষিপ্ত এ ফরম্যাটের টেকনিক্যাল কোচ হিসেবে টাইগার শিবিরে যোগ দিয়েছেন ভারতের শ্রীধরন শ্রীরাম। হারের বৃত্তে থাকা বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগের দিন সংবাদ সম্মেলনে বললেন, আমরা ক্লাস ফোর-ফাইভের ছাত্র না, যে সব শেখায় দিতে হবে।
সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান সরাসরি মেনেই নিয়েছেন, এখন তাদের ওপর মানুষের খুব বেশি প্রত্যাশা নেই। কিন্তু দেশ সেরা অলরাউন্ডার ছোট ছোট উন্নতি করে প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি যে, মানুষ এখন আমাদের থেকে বেশি আশা করে না। এই পরিস্থিতিতে বিশেষ করে টি-টোয়েন্টিতে, যেহেতু আমাদের রেকর্ডটাই… গত ১৬-১৭ বছর ধরে খুব ভালো কিছু করতে পারিনি। এখানে-সেখানে কিছু করেছি কিন্তু ভালো জায়গায় পারিনি, ধারাবাহিকভাবে করতে পারিনি।’
সাকিব আরও বলেন, ‘এমন না যে আমরা কখনও করে দেখাইনি। আমি যদি এক-দুইবার, তিনবার করে দেখাতে পারি, তার মানে হলো আমাদের ভেতরে সেই সামর্থ্যটা আছে। আমার কথা হলো, সেটা কতটা ধারাবাহিকভাবে করতে পারি। যেটা আমরা গত কিছুদিন ধরে করতে পারছি না।’
নিজেদের শক্তির জায়গাগুলোকে পুরোপুরি ব্যবহারের দিকে জোর দিয়ে সাকিব বলেছেন, ‘আমরা যদি আমাদের রিসোর্সগুলো ভালোভাবে ব্যবহার করতে পারি, আমার কাছে মনে হয় যে আমরা ওরকম একটা দল হিসেবে পরিণত হবো যেখানে আমরা নিয়মিত ভালোভাবে ম্যাচ খেলতে পারবো, জেতা শুরু করবো।’
সাকিব বিসিবির উদ্দেশ্যে বলেন, এখানে ক্লাস ফোর-ফাইভের ছাত্র কেউ না। কাউকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া খুব বেশি জরুরি না; সবাই নিজেদের কাজটা জানেন বলেই বিশ্বাস করি।’
সঙ্গে অধিনায়ক আরও যোগ করলেন, ‘এই পরিকল্পনাগুলো সাধারণত কোচ ও অধিনায়ক মিলে করে থাকে। আমাদের যেহেতু একজন নতুন দায়িত্বে এসেছে, তার সঙ্গে পরিকল্পনা করেই করা হবে। এরকম পার্টিকুলার কোনো পরিকল্পনা থাকবে বলে আমার মনে হয় না।’
সাকিব দীর্ঘদিন ধরে খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট। মাঠে কী করতে হবে সেটা ভাল করেই জানেন। তাইতো বিসিবিকেও শুনিয়ে দিলেন, ‘যেটা হচ্ছে যে, সবাই অনেক ক্রিকেট খেলেছে এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলে তাদের নিজেদেরই একটা আইডিয়া থাকে কীভাবে দলকে জেতানো যায়। সেভাবেই তারা চেষ্টা করবে বলে আমি মনি করি। এর জন্য আলাদা করে বলে দেওয়ার কিছু নাই। আমরা ফোর-ফাইভের ছাত্র না যে সব শিখিয়ে দিতে হবে।’
২৭ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ। বাংলাদেশ দল ২৩ আগস্ট বিকেল পাঁচটায় এবারের এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে যাবে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট। যেখানে প্রতিপক্ষ আফগানিস্তান।