ইমরান খান,আগাম জামিন পেলেন - নাগরিক দৃষ্টি টেলিভিশন " /> ইমরান খান,আগাম জামিন পেলেন - নাগরিক দৃষ্টি টেলিভিশন
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৭ অপরাহ্ন
নিউজ বোর্ড :
‘জওয়ান’, নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ যুক্তরাষ্ট্রের ভিন্নমত গণমাধ্যমের ওপর ভিসানীতি নিয়ে প্রেসক্রিপশন পয়েন্ট বন্ধ করেছে অনিয়মের অভিযোগে:স্বাস্থ্য অধিদপ্তর খেলা শুরু হবে ক্যাপ্টেন এলেই: ওবায়দুল কাদের দুই দ্বীপকে রাষ্ট্রের মর্যাদা আমেরিকার উত্তরায় বিদেশী মুদ্রাসহ গ্রেপ্তার ৫ সুলতান’স ডাইনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালান লায়লা ও হাকিম, আদালতে পিবিআই গণপিটুনির ভয়ে ৯৯৯ নম্বরে চোরের ফোন কলে চোর গ্রেপ্তার ২৬ বছর পরে রুবেল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তামিমের কপালে কী আছে ?উত্তাপ ক্রিকেট পাড়া মাশরাফী ধোঁয়াশা রেখেই বিসিবি ছাড়লেন তামিম কি বিশ্বকাপ দলে থাকবেন ? ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৩৩ রোগী ঢাবির দর্শন বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে গবেষণা চুরির অভিযোগ, কর্তৃপক্ষের ‘নিরবতা’ নিয়ে প্রশ্ন ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের মাঝে আস্থার জায়গা তৈরি করছে : আইজিপি ইউজিসির পরামর্শ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হালনাগাদের সাজার বিরুদ্ধে আপিল করেছেন আদিলুর-নাসির কাদেরের হুঁশিয়ারি.বিএনপির কালো হাত গুঁড়িয়ে দেওয়া হবে কারাগারে গিয়ে খালেদাকে আবেদন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্র স্পষ্ট করল,কানাডা-ভারত দ্বন্দ্ব নিয়ে নিজেদের অবস্থান
নোটিশ বোর্ড :
জরুরি ঘোষণাঃ আমাদের আই টি বিভাগের কারিগরি উন্নয়ন এর কাজ চলছে! এতে প্রচারে বিঘ্ন ঘটতে পারে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। #Ndtvbdnewsroom “জরুরী আবশ্যক”বেসরকারী অনলাইন টেলিভিশন চ্যানেল ” নাগরিক দৃষ্টি টেলিভিশন ” এনডিটিভি তে এ উপস্থাপক উপস্থাপিকা, ভয়েস আটির্স,অফিস সহকারী পুরুষ – মহিলা এসএসসি,এইচএসসি,স্নাতক,ছবি সহ আবেদন করতে হবে এই মেইলে hr@ndtvbd.com * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * নাগরিক সাংবাদিকতার পথে ,আপনি হতে পারেন নাগরিক সাংবাদিক, দেরি না করে এখনি পাঠিয়ে দিন আপনার ছবি সহ বায়োডাটা এই মেইলে hr@ndtvbd.com, আপনারা যদি কোন সংবাদ বা নিউজ ক্লিপ পাঠাতে চান তাহলে এই মেইলে পাঠাতে পারেন news@ndtvbd.com– Head Of News–* পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার * পরিক্ষামুলক সস্প্রচার

ইমরান খান,আগাম জামিন পেলেন

imran khan 20220

9 / 100

রোববার রাতে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হওয়ার পর সোমবার সকালের দিকে পিটিআইয়ের আইনজীবীরা আগাম জামিনের আবেদন করেছিলেন। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী শাহবাজ গিলকে গত সপ্তাহে রাষ্ট্রদ্রোহিতার এক মামলায় গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনী গিলের সাথে খারাপ আচরণ করেছে বলে অভিযোগ করেন ইমরান খান।পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন দিনের আগাম জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। সন্ত্রাস দমন আইনের মামলায় সোমবার হাইকোর্ট ২৫ আগস্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

imran khan 20220

ইমরান খানের পক্ষে পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী ও বাবর আওয়ান তার জামিনের জন্য আবেদন করেন। এদিকে বাবর আওয়ান আদালতের কাছে ইমরান খানের জামিনের সময় আরও একদিন বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন। তার মতে তিন দিনের জামিন যথেষ্ঠ নয়।

শনিবার ইসলামাবাদের জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় ইমরান খান শাহবাজ গিলের সাথে করা আচরণের দায়ে দেশটির শীর্ষ এক পুলিশ কর্মকর্তা, একজন নারী ম্যাজিস্ট্রেট, পাকিস্তানের নির্বাচন কমিশন এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন।

গত এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশজুড়ে রাজনৈতিক সভা-সমাবেশ করে আসছেন ইমরান খান। এসব সমাবেশে তিনি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন বলেও অভিযোগ করেন। এ নিয়ে দেশটির রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে; যা চরম আকার ধারণ করে রোববার রাতে ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ দমন আইনে মামলা হওয়ার পর।

এই মামলার পর পিটিআই চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তার নস্যাৎ করে দিতে রাজধানী ইসলামাবাদে তার বানিগালা বাসভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন শত শত নেতাকর্মী।

অপরদিকে পিটিআইয়ের ভাইস-চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, যদি ইমরান খান গ্রেফতার হন তবে তার দল আন্দোলনে নামতে প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, জোট সরকার দলীয় প্রধানকে গ্রেপ্তার করার পরিকল্পনা করছে বলে তারা আশঙ্কা করছেন। ইমরানই তাদের ভরসা বলেও জানান তিনি। যড়যন্ত্রকারীদের পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন মাহমুদ কুরেশি।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী এবং বাবর আওয়ান সাবেক এই প্রধানমন্ত্রীর পক্ষে আগাম জামিনের আবেদন করেছেন। ওই আবেদনে তলব করার সঙ্গে সঙ্গে আদালতে উপস্থিত হতে ইমরান খান প্রস্তুত আছেন বলে জানানো হয়।

আবেদনে বলা হয়েছে, ইমরান খানের বিরুদ্ধে অতীতে কোনও ধরনের অপরাধের রেকর্ড নেই। এছাড়া তিনি কোনও অপরাধে কখনই দোষী সাব্যস্ত হননি।

‌‘তার পালিয়ে যাওয়ার অথবা আদালতে উপস্থাপিত নথিপত্র ধ্বংস করার কোনও সুযোগ নেই। জামিনের জন্য আদালতের কাছে জামানত হিসেবে অর্থ জমা দিতেও ইমরান খান প্রস্তুত আছেন।’

পরে ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মহসিন আখতার কায়ানি পিটিআই চেয়ারম্যানের আবেদনটি গ্রহণ করেন এবং তাতে কী আপত্তি তোলা হয়েছে তা জানতে চান। আওয়ান বিচারককে জানান, আবেদনটি সংশ্লিষ্ট ফোরামের কাছে যাওয়ার বিষয়ে একটি আপত্তি তোলা হয়েছে।

এই পর্যায়ে বিচারপতি কায়ানি বলেন, ইমরান খানের আবেদনে বায়োমেট্রিক্স সম্পর্কিত একটি আপত্তিও আনা হয়েছিল। শুনানি চলাকালীন আওয়ান দাবি করেন, ইমরানের বাসভবন ঘেরাও করা হয়েছে এবং … এমনকি তিনি সংশ্লিষ্ট আদালতে যেতেও পারবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা