বাপ্পি চৌধুরী তার ফেসবুক পোস্টে লিখেন “আজ ছিল ঢাকাই সিনেমার নবাব প্রবীর মিত্রের জন্মদিন। আমার ভীষণ পছন্দের এই অভিনেতার বিশেষ দিনটিতে আনন্দের সঙ্গী হয়েছিলাম আমি। তাঁর মতো একজন শক্তিশালী অভিনেতার জন্মদিনে কিছুটা সময় হলেও পাশাপাশি থাকার সুযোগ পেয়েছিলাম। আমরা কেক কেটেছি, গল্প করেছি, স্মৃতিচারণ করেছি।
আমরা একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজও করেছিলাম। তিনি এখন বেশ অসুস্থ। ঠিকমত হাঁটাচলাও করতে পারেন না। সিনেমার মানুষগুলোকে ভীষণ মিস করেন। মিস করেন অভিনয়। তার দুই ছেলে তাঁকে ভীষণ যত্নে আগলে রেখেছেন। আজ আমাকে দেখতে পেয়ে তিনি ভীষণ খুশি হয়েছেন। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ভালো থাকবেন, কিংবদন্তি। আপনি আমাদের ইন্ডাস্ট্রির সম্পদ “