" />
সোমবার দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন।রাজধানীর চকবাজারে একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট।
তিনি টেলিফোনে বলেন, চকবাজার কামালবাগের দেবীদ্বার ঘাটের একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। দুপুর ১২টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে ১২টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।তবে ডিএমপির চকবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম যুগান্তরকে বলেন, স্থানীয় দেবী দাস ঘাট লেনে একটা প্লাস্টিক কারখানায় সোমবার দুপুর সোয়া বারোটার দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাদেরকে সহযোগিতা করছে পুলিশ প্রশাসন।