চ্যাম্পিয়ন্স লিগ খেলার আশায় ম্যানইউ ছাড়তে চান রোনালদো। তবে তাকে কেনার পথ বন্ধ করে দিয়েছে বায়ার্ন মিউনিখ, চেলসি এবং পিএসজি। অ্যাথলেটিকো মাদ্রিদ ছিল শেষ পথ। ভক্তদের দাবির মুখে ওই পথও অর্ধেক বন্ধ। তবে সুযোগ শেষ হয়ে যায়নি। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাওয়া পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোকে অ্যাথলেটিকো মাদ্রিদে দেখতে চান হাভিয়ের তেবাস।
লা লিগা প্রেসিডেন্টের মতে, সিআরসেভেন’কে কেনার সুযোগ না থাকলে অ্যাথলেটিকোর সুযোগ বের করা উচিত। রোনালদোকে কেনার বিষয়ে তেবাস বলেছেন, ‘আমি রোনালদোকে লা লিগায় দেখতে পছন্দ করবো। এটা অ্যাথলেটিকোর জন্য বাস্তবসম্মত কিনা আমি জানি না। তাকে আনতে হলে ক্লাবটির দু-একজন খেলোয়াড়কে বিক্রি করে দিতে হবে। আমি মনে করি, রোনালদোর মতো ফুটবলার পাওয়ার জন্য দু-একজনকে ছাড়ার দরকার পড়লে ছাড়া যেতেই পারে।’ রোনালদোর কি অ্যাথলেটিকোয় আসার সম্ভাবনা আছে। সংবাদ মাধ্যমে এখনও গুঞ্জন, ভক্তদের আপত্তি সত্ত্বেও তাকে কিনতে পারে ক্লাবটি। তবে অ্যাথলেটিকো প্রেসিডেন্ট এনরিক সিরেজো ওই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন, ‘জানি না, কে এই সংবাদ আবিষ্কার করেছে। আমি আবারও আপনাদের বলছি, এই চুক্তি বাস্তবতা বিবেচনায় অসম্ভব। আমাদের যে দল আছে তা নিয়েই আমরা খুশি। এর চেয়ে ভালো দল আশা করা কঠিন।’