ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে এ তথ্য জানানো হয়েছে।
আটকের আগে রাহুল গান্ধী বলেন, ‘ভারত একটি পুলিশি রাষ্ট্র। এই রাষ্ট্রের রাজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘।ভারতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দ্রব্যমূল্য বৃদ্ধিসহ অন্যান্য ঘটনার প্রতিবাদে রাজধানী নয়াদিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ থেকে তাকে আটক করে পুলিশ।
রাহুল গান্ধীকে যখন আটক করা হয়, তখন ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনের অভিযোগে আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তার মা সোনিয়া গান্ধীকে।সকালে দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি ও বিরোধী দলের ওপর দমন-পীড়নের অভিযোগ নিয়ে রাজপথে নামেন রাহুল গান্ধী। পার্লামেন্ট ভবনের পাশে এই আন্দোলন চলাকালে এক পর্যায়ে তাকে ঘিরে ধরে আইনশৃঙ্খলা বাহিনী। পরে পুলিশ তাকে আটক করে।
আটকের পর রাহুলকে একটি বাসে ওঠানো হয়। আগে থেকেই ওই বাসে কংগ্রেসের আরও কয়েক সাংসদকে আটক করে রাখা হয়।