শনিবার অ্যান্ড্রি রাইকোভিচ টেলিগ্রামে এ হামলার তথ্য জানান। খবর আলজাজিরা ও রয়টার্সেরইউক্রেনের মধ্যাঞ্চল কিরোভোহরাদ ওব্লাস্টে রাশিয়া ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে অঞ্চলটির গভর্নর। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন।তিনি বলেন, কিরোভোহরাদ ওব্লাস্টে একটি সামরিক বিমানঘাঁটি ও রেলওয়ে অবকাঠামোতে ১৩টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে তিনজন নিহত হয়েছেন।
রাইকোভিচ বলেন, নিহতদের মধ্যে দুইজন একটি বৈদ্যুতিক উপকেন্দ্রের নিরাপত্তা কর্মী। বাকি একজন ইউক্রেনীয় সেনা। এ ছাড়া আরও নয় সেনা আহত হয়েছেন।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকর্মীরা কাজ করছেন। আর হামলার কারণে অঞ্চলটির রাজধানীর একটি ছোট জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
রাশিয়া ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে। দেশটির অভিযোগ, দোনবাসে রুশ ভাষীদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে এবং তাদের স্বাধীনতা দরকার। পাঁচ মাস পর রাশিয়া পূর্ব ও দক্ষিণাঞ্চলের কিছু অংশ দখল করতে পেরেছে।
এদিকে কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর এখন মস্কোর দাবি, তাদের পরিকল্পনা দোনবাস নিয়ন্ত্রণে নেওয়া। কিন্তু এর মধ্যে রাশিয়া ইউক্রেনের এমন এমন এলাকায় হামলা চালাচ্ছে যেসব অঞ্চল মূল যুদ্ধক্ষেত্র থেকে অনেকটাই দূরে।