ওদিকে সেমিফাইনাল নিশ্চিত হলেও ব্রাজিল নিজেদের নির্মম রূপটা ধরে রেখেছে। এবার পেরুকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা।ব্রাজিল নারী ফুটবল দলের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তার এক ম্যাচ পর আজ সকালে কোপা আমেরিকার শেষ চারে খেলা নিশ্চিত করল আর্জেন্টিনা। তিনে থাকা ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে দলটি। তাতেই প্রতিযোগিতার ‘বি’ গ্রুপের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হয়ে যায় তাদের।
আর্জেন্টিনাকে জিততে বেশ ঘামই ঝরাতে হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে ৪-০ গোলে হেরে বিপদে পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। তবে পরের দুই ম্যাচে পেরুকে ৪-০ ও উরুগুয়েকে ৫-০ গোলে উড়িয়ে সেমির সম্ভাবনা বাঁচিয়ে রাখে তারা।
দুই ম্যাচে নয় গোল করার পর আজকের ম্যাচ ড্র করলেও হতো আর্জেন্টিনার। খেলা এগোচ্ছিলো সে পথেই। ভেনেজুয়েলার দাপুটে ফুটবলের সামনে উল্টো ম্লান মনে হচ্ছিল আর্জেন্টিনাকে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ফ্লোরেন্সিয়ার করা একমাত্র গোলে নির্ভার হয় লা আলবিসেলেস্তেরা। পুরো ম্যাচে গোলের জন্য ১৩টি শট নিয়েও সফল হতে পারেনি ভেনেজুয়েলা। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এই জয়ের ফলে সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্বাগতিক কলম্বিয়া। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় হবে ম্যাচটি।
আর্জেন্টিনাকে ৪-০ গোলে উড়িয়ে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। পরের দুই ম্যাচে উরুগুয়েকে ৩-০ এবং ভেনেজুয়েলাকে ৪-০ গোলে হারায় তারা। আজকের ম্যাচে পেরুকে পেয়ে আগের তিন ম্যাচকেও ছাড়িয়ে গেলো পিয়া সুন্ধাগের দল।
ম্যাচের প্রথম মিনিটেই গোল করেন দশ নম্বর জার্সির মারিও এডুয়ার্ডা ফ্রান্সেলিনো দা সিলভা। যাকে দুদা নামে ডাকা হয় বেশি। পরে প্রথমার্ধে স্কোরশিটে নাম তোলেন দুদা সাম্পাইও, গিস ফেরেইরা এবং আদালিমা দস সান্তোস।
দ্বিতীয়ার্ধে ফিরে আর বেশি গোল করতে পারেনি ব্রাজিল। ম্যাচের ৪৮ মিনিটে ফে পালেরমো এবং ৫০ মিনিটে আদ্রিয়ানা লাল দা সিলভার গোলে হাফ ডজন পূরণ করে তারা। শেষ ৪০ মিনিটে হয়নি আর কোনো গোল।
বিরতির পর ফিরেই গোল পায় ব্রাজিল। ৪৮ মিনিটে পালের্মো ফে পান গোল। এর দুই মিনিট পর আদ্রিয়ানা সিলভার গোলে ৬-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। এরপর অবশ্য আর গোলের চেষ্টা করেনি দলটি। কারণ যা করার তো করেই ফেলেছিল সেলেসাওরা!
আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় প্যারাগুয়ের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল। আগেরদিন একই সময় আসরের প্রথম সেমিফাইনালে লড়বে স্বাগতিক কলম্বিয়া ও আর্জেন্টিনা।