বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান জানিয়েছেন, আজ ফিরেছেন সর্বমোট ৬ জন। যেখানে ২ জন ক্রিকেটার ও বাকি ৪ জন টিম ম্যানেজমেন্ট আর সাপোর্ট স্টাফের সদস্য। উইন্ডিজ সফর শেষ করে দুই বহরে দেশে ফেরার কথা ছিল ক্রিকেটারদের। আজ বিকেল সাড়ে ৫টায় ঢাকায় পৌঁছেছে প্রথম বহর। আগামীকাল বৃহস্পতিবার একই সময় ঢাকায় পা রাখার কথা রয়েছে দ্বিতীয় বহরের।
তারা হলেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সঙ্গে টিম ম্যানেজার নাফিস ইকবাল, ফিল্ডিং কোচ শন ম্যাকডরমটসহ আরো দুইজন সাপোর্ট স্টাফ একই বিমানে ঢাকায় এসেছেন।
গোটা দলকে একসঙ্গে দেশে ফেরাতে চেয়েছিল বিসিবি। তবে টিকিট সংক্রান্ত জটিলতায় হচ্ছে না সেটি।
দেশে ফিরে বিশ্রামের খুব বেশি সুযোগ নেই ক্রিকেটারদের সামনে। আগামী ২৭ জুলাই ধরতে হবে জিম্বাবুয়ের বিমান। সেখানে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ওডিআই ফরম্যাট দিয়ে শুরু হবে সফর। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ৩০ জুলাই।
এর আগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গিয়ে সফরের শুরুতেই হোঁচট খেয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জ্বায় পড়ার পর টাইগারদের শোচনীয় আত্মসমর্পন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও।
তবে ওয়ানডে ফরম্যাটে ফিরে ব্যর্থতা ভুলে স্বাগতিকদের নিয়ে ছেলেখেলায় মাতে তামিমের দল।
এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের পর তৃতীয় ও শেষ ম্যাচেও জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে আরও একবার বাংলাদেশের কাছে হোয়াইওয়াশ হয় ক্যারিবীয়রা।