নিজের যৌবন ধরে রাখতে মুখের পাশাপাশি যৌনাঙ্গেও বোটক্স নামের বিশেষ এক ইনজেকশন ব্যবহার করেন রোনালদো। স্থানীয় পত্রিকা লা রাজনের বরাত দিয়ে এ খবর জানাচ্ছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।বয়সের কাঁটা এরই মধ্যে ছুঁয়ে ফেলেছে ৩৭-র ঘর। তবু ক্রিশ্চিয়ানো রোনালদোর শরীরে নেই বয়সের কোনো ছাপ। এখনও তাগড়া জোয়ানের মতোই পেটানো শরীর পর্তুগিজ সুপারস্টারের। তবে এর পেছনে রয়েছে বিশেষ এক ইনজেকশনের প্রভাব।
যৌবন ধরে রাখতে এবার তিনি কড়াভাবে মেনে চলেন রুটিন। শারীরিক গড়নটা সহজাতভাবেই একটু বেশি পোক্ত তার, সেটা ধরে রাখতে তিনি অনুসরণ করেন একটি নির্দিষ্ট খাদ্যাভ্যাস, ব্যায়ামও করেন নিয়মিত। এর সঙ্গে নতুন রুটিন হিসেবেই যোগ হয়েছে বোটক্স ইনজেকশনের ব্যবহার।
মুখে এরই মধ্যে বেশ কয়েকবার বোটক্স ইনজেকশন ব্যবহার করেছেন রোনালদো। তবে এবার মার্কার প্রতিবেদনে জানা গেলো, যৌনাঙ্গেও এই ইনজেকশন ব্যবহার করেছেন পর্তুগিজ সুপারস্টার। যা কি না যৌনাঙ্গের পুরুত্ব বৃদ্ধিতে সহায়তা করে।
বোটক্স ইনজেকশনের বিশেষত্ব হলো, এটি ব্যবহার করলে যৌনাঙ্গের পুরুত্ব এক থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। যা প্রায় দুই বছর স্থায়ী হয়। এই চিকিৎসার জন্য কোনো প্রকার কাটাছেঁড়ারও প্রয়োজন পড়ে না। যদিও এই চিকিৎসা কার্যকর হয় কিনা শেষমেশ, এ নিয়ে আছে সন্দেহ।
মূলত এই পদ্ধতির চিকিৎসার শরণাপন্ন হয়ে থাকেন নীল ছবির অভিনেতারা, যেন তাদের গোপনাঙ্গকে বিভিন্ন দৃশ্যে বড় দেখানো যায়। সেটাই এবার ব্যবহার করলেন রোনালদো।