আমেরিকা থেকে ইমরানুর রহমান বলেন, আমি নির্ভার হয়ে নিজের সেরাটা দিতে চাই। টাইমিং নিয়ে সুনির্দিষ্ট কিছু বলতে চাই না তবে সেরাটাই করার লক্ষ্য ৷ সামনে কমনওয়েলথ ও ইসলামিক গেমস রয়েছে। এই টুর্নামেন্টের মাধ্যমে ওই দুই গেমসের প্রস্তুতি সারতে চাই।যুক্তরাষ্ট্রের ওরিগনে শুরু হয়েছে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। আগামীকাল এই চ্যাম্পিয়নশিপে লড়বেন বাংলাদেশের দ্রুততম মানব অ্যাথলেট ইমরানুর রহমান। আগামীকাল দিবাগত রাত দেড়টায় ১০০ মিটার স্প্রিন্টে দৌঁড়াবেন ইমরানুর।
ইমরান সার্বিয়ায় ইনডোর ৬০ মিটার অ্যাথলেটিক্সে সেমিফাইনালে ওঠেন। সেখানে তিনি অলিম্পিক স্বর্ণজয়ীকে পেছনে ফেলেন৷ এরপর থেকেই আন্তর্জাতিক পদক অর্জনের স্বপ্ন বড় হয়।
গত জানুয়ারিতে প্রথমবারের মতো জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিয়েছিলেন লন্ডন প্রবাসী ইমরানুর রহমান। বনানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে ১০০ মিটার স্প্রিন্টে ২২ বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন তিনি। ইলেকট্রনিক স্কোরবোর্ডে ১০.৫০ সেকেন্ডে দৌড় শেষ করেন ২৮ বছরের এ অ্যাথলেট। ১৯৯৯ সালে প্রয়াত মাহাবুব আলম ১০.৫৪ সেকেন্ডে ১০০ মিটার দৌড়েছিলেন।