রেড ডেভিলদের প্রাক মৌসুম অনুশীলনেও দেখা যায়নি রোনালদোকে। ইংলিশ জায়ান্টরা এখনও নিশ্চিত নয় আগামী শুক্রবার অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডগামী বিমানে পর্তুগিজ তারকা উঠবেন কিনা। টেন হাগ ক্লাবকে বলেছেন যতো দ্রুত সম্ভব রোনালদো ইস্যুর নিষ্পত্তি করতে। এমন অনিশ্চিত অবস্থায় বাধাগ্রস্ত হচ্ছে তার আগামী মৌসুমের পরিকল্পনা।ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার গুঞ্জন নাড়া দিয়েছে ওল্ড ট্রাফোর্ডকে। ম্যানইউ কর্তৃপক্ষের কাছে তাকে বিক্রি করে দেওয়ার অনুরোধ করেছেন খোদ পর্তুগিজ অধিনায়ক। লক্ষ্য একটাই আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ যেকোন মূল্যে খেলতে চান সিআর সেভেন। তবে এসবে যারপরনাই বিরক্ত নতুন কোচ এরিক টেন হাগ, দাবি করছে দ্য সান।
সাবেক ডাচ ফুটবলার জিমি ফ্লয়েড হাসেলব্যাঙ্ক মনে করছেন অসন্তুষ্ট খেলোয়াড়কে বিদায় করে দিলেই লাভবান হবে ইউনাইটেড। তিনি বলেন, ‘অসন্তুষ্ট খেলোয়াড়কে কেউই দলে রাখতে চায় না। বিশেষ করে সে যদি হয় এমন (রোনালদোর মতো) সক্ষমতার।’
হাসেলব্যাঙ্ক আরও বলেন, ‘যদি সে নাখোশ হয়, টাকাটা বিষয় না। সে প্রতিস্থাপনযোগ্য নয়, তবে অন্য উপায়ে দলকে আরও শক্তিশালী বানানো যেতে পারে। আপনি চাইবেন সে খুশি থাকুক। কারণ যদি আপনার তার সঙ্গে কাজ করতে হয় আপনি জানেন আপনার তাকে মধ্যমণি করেই দল সাজাতে হবে।’
গত মৌসুমে রেড ডেভিলদের হয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনালদোই। গুরুত্বপূর্ণ সময়ে দলকে এনে দিয়েছেন গোল তবে সতীর্থদের কাছ থেকে পাননি সহায়তা। ফলে ডুবেছে ইউনাইটেডের তরী, একসময়ের পরাক্রমশালী দলটি পূর্ণ করতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগ খেলার শর্ত।