সোমবার রাজধানীর বাড্ডা এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির বাড্ডা থানার ২১, ৩৭, ৩৮, ৪১, ৪২ ও সাংগঠনিক ৯৭ নম্বর ওয়ার্ড সম্মেলনে তিনি এসব কথা বলেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, অবৈধ আওয়ামী সরকার থেকে পরিত্রাণ পেতে হলে দলের প্রত্যেক স্তরের নেতাকর্মীদের মধ্যে শতভাগ রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে।
এটা ৯৯ ভাগ হলেও আওয়ামী সরকারকে হটানো সম্ভব হবে না। এই জগদ্দল আওয়ামী সরকার থেকে মুক্তি পাবেন না।খসরু বলেন, আগামী ৬ মাস নেতাকর্মীদের দিন-রাত ২৪ ঘণ্টা রাজনীতি করতে হবে। ২৪ ঘণ্টাই দলের সিদ্ধান্ত পরিপূর্ণভাবে পালন করে সকলকে রাজনীতির সাথে যুক্ত থেকে আন্দোলন সংগ্রামে অংশ নিতে হবে। তবেই ফ্যাসিস্ট আওয়ামী সরকার থেকে দেশের মানুষ মুক্ত হতে পারবে।
সন্মেলনে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম মতিন, আব্দুল আলীম নকী, আতাউর রহমান চেয়ারম্যান, মোস্তাফিজুর রহমান সেগুন, এ জি এম শামসুল হক প্রমুখ।