বৃহস্পতিবার আঙ্কারায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সাথে একটি সংবাদ সম্মেলনের সময় মেভলুত বলেন, ‘যদি ইস্তাম্বুলে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে ইউক্রেনের আঞ্চলিক সমুদ্রসীমার বাইরে নিরাপদ অঞ্চল হিসেবে একটি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হবে।’রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে তেমন কোনো সফলতা না এলেও তুরস্কের রেড লাইন কূটনীতির জন্য খাদ্যশস্য সংকটের ইতিবাচক অগ্রগতি হয়েছে।রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মোট ১২০ দিন কেটে গেলেও সঙ্ঘাত অবসানে কোনো অগ্রগতি হয়নি। সম্প্রতি ইউক্রেনীয় সেনাবাহিনী পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর অগ্রগতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি খারকিভে ইউক্রেনীয় ও রুশ সেনাদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষ খারকিভ শহরের কিছু অংশ পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছে।
এর আগে খারকিভের গভর্নর ওলেহ সিনেগুবভ জানিয়েছেন, খারকিভের আশেপাশে ছয় বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। খারকিভ থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণ-পূর্বের এলাকা চুহুইভে হওয়া গোলাবর্ষণে আরও ছয়জন মারা গেছেন। এছাড়া শহরটির উত্তর-পশ্চিমাংশ থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত জোলোচিভ এলাকায় তিনজন মারা গেছেন।
এসব হতাহতের ঘটনা এমন সময়ে হয়েছে যখন রুশ বাহিনী পূর্ব ইউক্রেনীয় ফ্রন্টলাইনের একটি নদী তীরবর্তী অঞ্চল দখল করেছে এবং সোমবার দু’টি গুরুত্বপূর্ণ শহর দখলের জন্য সামরিক চাপ বৃদ্ধি করেছে।
এ বিষয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভবিষ্যদ্বাণী করেছেন যে মস্কো আসন্ন ইইউ শীর্ষ সম্মেলনের আগে হামলা বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, ওই ইউরোপীয় ব্লকে যোগ দেওয়ার জন্য কিয়েভের প্রচেষ্টাকে স্বাগত জানানো হতে পারে ওই ইইউ শীর্ষ সম্মেলনে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে মারাত্মক রুশ হামলার বিষয়ে ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের গভর্নর বলেছেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত পুরো ফ্রন্টলাইনে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছিল।
ইউক্রেনীয় টেলিভিশনকে গভর্নর সেরহি গাইদাই বলেছেন, ‘রাশিয়ার সেনাবাহিনী বড় আকারের আক্রমণ পরিচালনা করার জন্য পর্যাপ্ত পরিমাণ রসদ ও গোলাবারুদ মজুদ করেছে।”
২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ইউক্রেনে ৪,৬০০ জনের বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, যুদ্ধের কারণে এক কোটি ৫০ লাখ ইউক্রেনীয় তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তাদের মধ্যে ৮০ লাখের বেশি অন্যান্য দেশে পালিয়ে গেছেন।