বৃহস্পতিবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড- ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
আগামী সপ্তাহে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে অজিদের দুই ম্যাচের টেস্ট সিরিজ।অস্ট্রেলিয়ার টেস্ট দলে ডাক পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। প্রায় ৫ বছর পর সাদা পোশাকের দলে ডাক পেলেন এ অজি অলরাউন্ডার। সর্বশেষ ২০১৭ সালে জাতীয় দলের জার্সিতে টেস্ট খেলেন ম্যাক্সওয়েল।
টেস্ট দলে ম্যাক্সওয়েলকে রাখায় আবারও ব্যাগি গ্রিন টুপি পরতে যাচ্ছেন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার। উল্লেখ্য, এর আগে মোট চারটি টেস্টের সবগুলোই উপমহাদেশে খেলেছেন এই স্পিন অলরাউন্ডার।
এদিকে হ্যামস্ট্রিং চোটে পঞ্চম ও শেষ ওয়ানডে থেকে ছিটকে পরেছেন মিডল অর্ডার ব্যাটার ট্রাভিস হেড। টেস্ট না খেলার শঙ্কা থাকলেও দলে আছেন এ ব্যাটার। এছাড়া দলে জায়গা পেয়েছেন অ্যাশটন অ্যাগার।
অস্ট্রেলিয়ার টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার ।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ইতোমধ্যে হারের স্বাদ পেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।