সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এটি অবমুক্ত করেন অভিনেতা অনন্ত জলিল নিজে।
পাশাপাশি প্রকাশিত হয়েছে ইউটিউবেও। দুটি মাধ্যমেই তুমুল সাড়া ফেলেছে এটি। অনেকেই একে ‘ধামাকা’ বলেও মন্তব্য করেছেন।আর দশজন নায়কের মতো নন অনন্ত জলিল। গৎবাঁধা গল্পের ছবিতে তাকে দেখা যায় না। প্রতিটি সিনেমাতে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। রোববার রাতে প্রকাশ পেয়েছে বহুল আলোচিত ‘দিন—দ্য ডে’ সিনেমার ট্রেলার।
৩ মিনিট ১৬ সেকেন্ডের ট্রেলারের পরতে পরতে অ্যাকশনে ভরপুর। বলা যায়, ট্রেলারটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছে ভক্ত ও দর্শকরা। তার প্রমাণ পাওয়া গেছে ভিডিওর কমেন্টস বক্সে। অনেকেই করেছেন প্রশংসা। সোয়া তিন মিনিটের এ ট্রেলার বেশিরভাগ অংশজুড়ে আছেন অনন্ত। রয়েছে আকাশ ও স্থলপথে নানা আক্রমণের ব্যয়বহুল দৃশ্য।
এতে দেখা যায়, আন্তর্জাতিক এক সন্ত্রাসী গ্রুপকে ধরতে ভয়ংকর এক অপারেশনে নেতৃত্ব দেন অনন্ত জলিল। অনুমান করা যায়, এই গ্রুপ মানব পাচার ও মাদক ব্যবসায় জড়িত।
এই অপারেশনের জন্য অনন্তকে বাছাই করতে দেখা যায় পুলিশ কর্মকর্তা চরিত্রে অভিনয় করা মিশা সওদাগরকে।
সিনেমায় অনন্তের চরিত্রের নাম এজে। ট্রেলারে দেখা যায় তার সঙ্গে অপারেশনে অংশ নেন পুলিশ কর্মকর্তা চরিত্রে অভিনয় করা বর্ষাকে।
অনন্ত-বর্ষা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন ইরান ও লেবাননের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
‘দিন-দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ‘দিন-দ্য ডে’ সিনেমার শুটিং হয়েছে ইরান, তুরস্ক ও আফগানিস্তানের বিভিন্ন লোকেশনে। প্রায় দুই বছর ধরে নির্মাণ করা হয়েছে সিনেমাটি।দিন: দ্য ডে’ সিনেমাটি পাঁচটি ভাষায় ৮০টি দেশে মুক্তি দেওয়া হবে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এটি। ছবিটির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা তুলে ধরা হবে।
অনন্ত বলেন, ‘‘ঈদুল আজহায় ‘দিন : দ্য ডে’ প্রেক্ষাগৃহে আসছে এটা শতভাগ নিশ্চিত। এই সিনেমাটি আমাদের স্বপ্নের প্রজেক্ট। আমাদের ভক্ত-দর্শক যারা এই সিনেমাটির জন্য অপেক্ষায় তাদের জন্য ধামাকা আসছে। সেটার জন্যই প্রস্তুত আমরা। আশা করি, বরাবরের মতো দর্শকরা সিনেমাটির সঙ্গে থাকবেন।’’
‘
যৌথ প্রযোজনার এ ছবিতে আরও অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে। এছাড়াও ইরান-লেবাননসহ বেশ কয়েকটি দেশের প্রথম কাতারের তারকারা এতে যুক্ত আছেন।