স্বস্তি খুঁজতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার ডেলাওয়্যার রাজ্যে সমুদ্র সৈকতে বাড়ির কাছে সাইকেল চালাতে গিয়ে হঠাৎ পড়ে যান। তবে অক্ষত আছেন বলে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন বাইডেন। খবর সিএনএনের।
হোয়াইট হাউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলেও চিকিৎসার প্রয়োজন হয়নি।
বাইডেনের বরাতে এক মার্কিন কর্মকর্তা বলেন, নামার সময় পা প্যাডেলে আটকে যায়। এসময় পড়ে যান। তবে তিনি ভালো আছেন।
সাইকেল থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বাইডেনকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সহায়তা করেন। আগামী নভেম্বরে ৮০ বছরে পা রাখতে যাচ্ছেন জো বাইডেন।