ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানায়।মেঘালয়ের মৌসিনরামে ২৪ ঘণ্টায় ৮৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশটিতে এ সময়ের মধ্যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০০৩.৬ মিলিমিটার। বৃষ্টিপাতের রেকর্ড রাখা শুরু করার পর থেকে এটি সর্বোচ্চ।
ভারতের আবহাওয়া দপ্তর টুইটারে জানায়, মৌসিনরামে ১৭ জুন সকাল সাড়ে ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় ১০০৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যদিও ওই অঞ্চলে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাতের ঘটনা নয়। এর আগে চেরাপুঞ্জিতে ১৯৯৫ সালের ১৬ জুন ১৫৬৩.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।
ভারতের আবহাওয়া দপ্তরের তথ্যে দেখা যায়, মৌসিনরামে জুনে একদিনে যে পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তা ১৯৪০ সালের পর থেকে সর্বোচ্চ।
এর আগে সেখানে বুধবার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭১০.৬ মিলিমিটার।
এনডিটিভির খবরে বলা হয়, মৌসিনরাম ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ এলাকা। সেখানে বার্ষিক ১১৮০২.৪ মিলিমিটার (১৯৭৪-২০২২ সালের গড় অনুযায়ী) বৃষ্টিপাত হয়। আর চেরাপুঞ্জিতে বার্ষিক বৃষ্টিপাত হয় ১১৩৫৯.৪ মিলিমিটার (১৯৭১-২০২০ সালের গড় অনুযায়ী)।
চলতি মাসের শুরু থেকে সব মিলিয়ে উত্তরপূর্ব ও পূর্ব ভারতে ২২০.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা স্বাভাবিক সময়ের চেয়ে ৩৯ শতাংশ বেশি। মেঘালয়ে ১ জুন থেকে ৮৬৫.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে ১৫৩ শতাংশ বেশি।