এবার প্রথমবারের মতো জার্মানির বাইরে কোচিং করাতে যাচ্ছেন তিনি। অস্ট্রিয়ান ক্লাব এসসিআর আলটাহ ক্লাবের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ক্লোসা। এক বিবৃতিতে অস্ট্রিয়ান ক্লাব আলটাখ তাকে কোচ করার ঘোষণা দেয়। ক্লোসা বলেন, ‘এখানে নতুন ভূমিকায় কাজ করতে মুখিয়ে আছি আমি।
শুরু থেকেই একটা ইতিবাচক অনুভূতি হচ্ছে।’২০১৪ বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে যে জার্মানি বিশ্বকাপ জিতেছে, তাতে অবদান ছিল তারও। সেই মিরোস্লাভ ক্লোসা খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে নাম লিখিয়েছিলেন আগেই। ছিলেন জার্মান জাতীয় দল ও বায়ার্ন মিউনিখের সহকারী কোচ হিসেবে। ২০১৬ সালে খেলোয়াড় হিসেবে ফুটবলকে বিদায় জানান জার্মানির সর্বোচ্চ গোলদাতা। একমাত্র ফুটবলার হিসেবে টানা চারটি বিশ্বকাপ খেলা ক্লোসার সামনে কোচ হিসেবে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। আলটাহকে তলানি থেকে টেনে উপরে ওঠাতে হবে তাকে। তবে নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন তিনি।