বৃহস্পতিবার (১৬ জুন) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজিত ‘পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা : বাংলাদেশের জাতীয় স্বার্থ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।বাংলাদেশ তার প্রতিবেশী এবং বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক অব্যাহত রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ড. মোমেন বলেন, বাংলাদেশ একটি সাহসের নাম। বাংলাদেশ একটি প্রত্যয়ের নাম। বাংলাদেশ একটি অনুপ্রেরণার নাম। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। আঞ্চলিক বহুপাক্ষিক সম্পর্ক মজবুত করতে ও রাষ্ট্রসমূহে উদীয়মান প্রতিযোগিতামূলক বিভাজনের ঝুঁকি কমাতে বাংলাদেশ তার প্রতিবেশী এবং বিশ্বের পরাশক্তিধর রাষ্ট্রসমূহের সঙ্গে ভালো সম্পর্ক অব্যাহত রাখবে।
মোমেন বলেন, যারা ক্রমাগত আন্তর্জাতিক ইভেন্ট এবং রোল প্লে করেন আমরা তাদের অধ্যয়ন করছি। যারা আমাদের ক্ষতি করতে চায় না এবং যাদের নিজেদের এজেন্ডায় আমাদের সম্পদ ব্যবহারে আগ্রহ নেই। আমরা তাদের সঙ্গে থাকার জন্য প্রস্তুত। আর এভাবেই আমরা আমাদের সার্বভৌম জাতীয় স্বার্থকে চিন্তা করি। বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখেছে।
বিশ্ব ক্রমাগতই পরিবর্তন হচ্ছে। আর বাংলাদেশও পরিবর্তন হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটা সময়ে আমাদের তলাবিহীন ঝুড়ি আর দারিদ্রতার সঙ্গে তুলনা করা হতো। খুদা এবং দারিদ্রতা এখন অতীত। বাংলাদেশ এখন একটি সম্ভাবনাময় দেশ। আন্তর্জাতিক ও আঞ্চলিকভাবে আমরা অনেক নতুন নতুন অংশীদারিত্ব দেখছি। আমরা দেখছি, চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক জোট-এপেক, যুক্তরাষ্ট্রকেন্দ্রিক কোয়াড।
মোমেন বলেন, সম্প্রতি আমরা দেখছি, ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক। আমরা বুঝতে পারছি, এসব ফ্রেমওয়ার্কের মধ্যে কিছু এক্সক্লুসিভ। কিন্তু আমরা প্রত্যেকটি ফ্রেমওয়ার্ক থেকে অর্থনৈতিক সম্ভাবনা আশা করছি।
বিশ্ব ব্যবস্থার ক্রমবর্ধমান বহুমুখীতা বাংলাদেশের জন্য কিছু সুবিধা বয়ে আনছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
বিআইআইএসএস আয়োজিত ‘পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা : বাংলাদেশের জাতীয় স্বার্থ’ শীর্ষক সেমিনারের সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন।
তিনি বলেন, বৈশ্বিক পরিবর্তনের কারণে বাংলাদেশকে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও দেশের উন্নয়নসহ মৌলিক জাতীয় স্বার্থ বিবেচনা করে লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। বৈশ্বিক এ পরিবর্তনের দিকে লক্ষ্য রেখে রপ্তানি নির্ভর বাজার ও বৈদেশিক মুদ্রা অর্জন প্রবাহমান রাখার বিষয়গুলোর ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া জরুরি। এজন্য বাংলাদেশকে খাদ্য ও পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং যথাযথভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান তার বক্তব্যে বিশ্ব ব্যবস্থার পরিবর্তনশীলতার ধরন সম্পর্কে তুলে ধরেন এবং শক্তিধর রাষ্ট্রসমূহের মধ্যে বিরাজমান রেষারেষি কমিয়ে আনতে উদীয়মান বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা ও সহযোগিতা বৃদ্ধি করার প্রতি গুরুত্বারোপ করেন।তিনি বলেন, পরিবর্তনশীল বিশ্বব্যবস্থার এ সব অনিশ্চয়তা সত্ত্বেও বাংলাদেশ তার ‘সকলের প্রতি বন্ধুত্ব, কারো প্রতি শত্রুতা নয়’ এই কূটনীতির মূলনীতি অবলম্বন করে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অন্যের ব্যাপারে হস্তক্ষেপ না করার নীতি বজায় রেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক লালন করছে। যদিও বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ নীতি বজায় রাখছে, তথাপি বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে মিল রেখে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কৌশলগত সামঞ্জস্য বিধান করা প্রয়োজন।