মঙ্গলবার রাত ১২টায় ভাসমান ও ছিন্নমুল মানুষের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে এবারের জনশুমারি ও গৃহগণনার কাজ শুরু হয়েছে। ভোর ছয়টা পর্যন্ত ২০ হাজার স্পট থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। সকাল আটটা থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২১ জুন মঙ্গলবার পর্যন্ত গণনা চলবে।জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে রাজধানীসহ দেশের সব বিভাগীয় জেলা শহরে বর্ণাঢ্য র্যালি হয়েছে। জনগণের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে এই র্যালির আয়োজন করা হয়।
পরিকল্পনাপ্রতিমন্ত্রীর নেতৃত্বে রাজধানীতে র্যালি
বর্ণাঢ্য আয়োজনে জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর র্যালি অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ভবন থেকে বিজ্ঞান জাদুঘর পর্যন্ত এ র্যালি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বুধবার বেলা সাড়ে ১১টায় বিবিএস ভবন থেকে র্যালিটি শুরু হয়। আগারগাঁয়ের বিজ্ঞান যাদুঘর থেকে বিবিএস ভবনে এসে রালি শেষ হয়।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মো. তাজুল ইসলাম, জনশুমারি প্রকল্পের পরিচালক মো. দিলদার হোসেনসহ বিবিএস এর কর্মকর্তারা র্যালিতে অংশ নেন।
বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), গার্লস গাইড এর সদস্যরা র্যালিতে অংশগ্রহণ করেন। রাজধানী ছাড়াও সারাদেশে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয়।