তবে ‘হাউ টু মার্ডার ইওর হাজবেন্ড’ লেখার জন্য তার কারাদণ্ড হয়নি। তার কারাদণ্ড হয়েছে নিজের স্বামীকে গুলি করে হত্যার দায়ে। চার বছর আগের খুনের ঘটনায় স্থানীয় সময় সোমবার এ সাজা ঘোষণা করেন অরিগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডের আদালত।কয়েক বছর আগে অনলাইনে একটি লেখা লিখেছিলেন যুক্তরাষ্ট্রের ন্যান্সি ক্রাম্পটন ব্রফি নামের এক ঔপন্যাসিক। ওই লেখার শিরোনাম ছিল ‘হাউ টু মার্ডার ইওর হাজবেন্ড’ (কীভাবে স্বামীকে খুন করতে হবে)। এবার সেই লেখিকাকে আজীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে অরিগন কালিনারি ইনস্টিটিউটে স্বামী ড্যান ব্রফিকে গুলি করে হত্যা করেন ন্যান্সি। ওই প্রতিষ্ঠানেই চাকরি করতেন ড্যান। তার বয়স ছিল ৬৩ বছর।আদালতে রাষ্ট্রপক্ষ অভিযোগ করেছে, ড্যানের জীবনবিমার অর্থ বাগিয়ে নিতেই তাকে খুন করেছেন ন্যান্সি। অরিগন অঙ্গরাজ্যের এ খুনের মামলাটি অনেকের মনোযোগ আকর্ষণ করেছিল। কয়েক বছর আগে ন্যান্সির ‘হাউ টু মার্ডার ইওর হাজবেন্ড’ লেখাটিই এই মনোযোগের কারণ। তবে এই লেখা হত্যাকাণ্ডের প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপনের অনুমতি দেওয়া হয়নি।
আদালতে কৌঁসুলিরা বলেন, যে সময় হত্যাকাণ্ডটি ঘটেছে, তখন আর্থিকভাবে জটিলতার মধ্যে ছিলেন এ দম্পতি।
সাত সপ্তাহের বিচার প্রক্রিয়া শেষে গত ২৫ মে ন্যান্সি ব্রফি নামের ৭১ বছর বয়সী ওই লেখিকাকে সেকেন্ড ডিগ্রির খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। আর গতকাল সাজা ঘোষণা করা হয় তার বিরুদ্ধে।