সংগঠনের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন জানান, গত রোববার রাতে নির্মল রঞ্জন গুহের রক্তচাপ বেড়ে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রæত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় তাকে। সে সময় তার পালস পাওয়া যাচ্ছিল না। পরে ইলেকট্রিক শক দেয়া হলে পালস পাওয়া যায়। তার হার্টে দু’টি বøক ধরা পড়লে সেখানে রিং বসানো হয়েছে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে রয়েছেন। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।
তাকে বর্তমানে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক।
নির্মলের পিএস মামুন জানান, আগেও একবার নির্মল রঞ্জন গুহের হার্ট অ্যাটাক হয়েছিল। তখন তিনি ভারতে গিয়ে চিকিৎসা নেন। ওষুধ চলছিল। কিন্তু এর মধ্যে রোববার রাতে আবারও রক্তচাপ বেড়ে তিনি অসুস্থ হয়ে যান।
নির্মল রঞ্জন গুহের আশু সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া ও প্রার্থনা কামনা করেছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কে এম আফজালুর রহমান বাবু। দেশবাসী দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।