রোববার এক টুইটে কংগ্রেসের মুখপাত্র রনদীপ সূর্যেওয়ালা বলেন, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী কভিড সংক্রান্ত জটিলতা নিয়ে গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা স্থিতিশীল।
পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছে। এ নিয়ে উদ্বেগ ও শুভকামনা জানানোয় কংগ্রেসের সদস্য ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানাচ্ছি আমরা।ভারতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী কভিড সংক্রান্ত জটিলতা নিয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা স্থিতিশীল, তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছে তার দল।চলতি মাসের শুরুতে ৭৫ বছর বয়সী সোনিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মেলে। পরদিন তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও করোনাভাইরাস পজিটিভ হওয়ার কথা জানান।