দক্ষিণ ফ্রন্টলাইনের মাইকোলাইভ অঞ্চলের গভর্নর ভিটালি কিম বলেছেন, লড়াই ‘কামান যুদ্ধে’ পরিণত হয়েছে। ইউক্রেনের সেনারা গোলা কম ছুড়ছে এবং রুশ সেনার খুব শক্তিশালী হয়ে উঠছে। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এই খবর প্রকাশ করেছে।ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, আগ্রাসন চালানো রাশিয়ান সেনাদের সঙ্গে তীব্র কামান যুদ্ধ হচ্ছে এবং ইউক্রেনীয় বাহিনীর গোলাবারুদ ফুরিয়ে আসছে।
দূর পাল্লার অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহের গতি বাড়িয়ে ইউক্রেনকে পাল্টা হামলা চালাতে সাহায্য করার জন্য পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ভিটালি কিম। তিনি বলেন, ইউরোপ এবং আমেরিকার সাহায্য খুব, খুব গুরুত্বপূর্ণ।
শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে একই ধরনের মন্তব্য করেছিলেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার উপপ্রধান ভাদিম স্কিবিটস্কি।