২ ও ৩ নম্বর লাইনের মাঝে পড়ার পর নিজের চেষ্টায় গান্ধী প্রেম নিবাস আশ্রমের কাছে আসেন তিনি। সেখানে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা নাইজেরিয়ান ফুটবলারকে নিয়ে যান ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে।ভারতে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে নাইজেরিয়ান এক ফুটবলারের।
এন গেসান নামের ২৪ বছর বয়সী ওই ফুটবলার ফুটবলার খেলতে যাচ্ছিলেন খড়দহে। রাস্তায় চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি। এ সময় টিটাগড়ের গান্ধী প্রেম নিবাসের কাছে আচমকাই ট্রেন থেকে পড়ে যান।হাসপাতালে ভর্তি হওয়ার ঘণ্টা দুয়েক পরেই মৃত্যু হয় তার। আনন্দবাজারের খবর, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর রেল পুলিশ।