ম্যাচজুড়ে দাপট দেখানো ফ্রান্স বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে করিম বেনজেমারা।
গোলের উদ্দেশ্যে নেওয়া মোট ১৯ শটের ৬টি লক্ষ্য ছিল ফরাসিদের। অন্যদিকে ডেনমার্কের ৮ শটের পাঁচটিই ছিল লক্ষ্য।উয়েফা নেশন্স লিগের গ্রুপপর্বের প্রথম ম্যাচে হার মেনেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। শুক্রবার প্যারিসের স্তাদে ফ্রান্সে স্বাগতিকদের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ডেনিশরা। সফরকারীদের হয়ে দুটি গোলই করেন আন্দ্রেয়াস কর্নিলিউস।প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ডেনমার্কের গোলমুখ উন্মুক্ত করেন বেনজেমা। তবে ৬৮ এবং ৮৮ মিনিটে দুইবার ফ্রান্সের জালে বল পাঠিয়ে ড্যানিশদের আনন্দে ভাসান বদলি স্ট্রাইকার আন্দ্রিয়াস কর্নেলিয়াস। এই জয়ে লিগ এ’র প্রথম গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে ডেনমার্ক।