কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে মুখোমুখি হয় ফাইনালিসিমায়। ওই ম্যাচে ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। ম্যাচের পর শিরোপা নিয়ে উদযাপন করেছেন মেসি-ডি মারিয়ারা। ড্রেসিং রুমে নাচ–গান করেছেন। নেইমারদের হারিয়ে কোপা আমেরিকা জয়ের পর ব্রাজিলকে কটাক্ষ করে গানের তালে নাচা-গাওয়া করেছিল আর্জেন্টাইন ফুটবলাররা। গানের কথা ছিল এমন, ‘ব্রাজিলিয়ান, তোমাদের কী হলো? পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোথায় গেল?’
তবে এবার ফাইনালিসিমা জিতেও ব্রাজিলকে কটাক্ষ করেছে মেসির আর্জেন্টিনা। ইনস্টাগ্রামে আর্জেন্টিনার জার্সি গায়ে চাপিয়ে, কেউ পরনে জড়িয়ে উল্লাস করেছেন। এবারও বাজিয়েছেন, ‘ব্রাজিলিয়ান, তোমাদের কী হলো? চ্যাম্পিয়নরা কোথায় গেল’গান।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ৫-১ গোলে জয় পেয়েছে ব্রাজিল। এরপর বিষয়টি নিয়ে মেসিদের খোঁচা দিয়েছেন ব্রাজিলের আক্রমণের প্রাণভোমরা নেইমার জুনিয়র। তিনি ইনস্টাগ্রামে প্রশ্ন রেখেছেন, ‘ওরা কি বিশ্বকাপ জিতেছে!’