বিবিসি বলছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার দ্য ৩৩১ গার্ডস প্যারাস্যুট রেজিমেন্টের অনেকে নিহত হয়েছেন।ইউক্রেনে হামলা চালাতে গিয়ে রুশ কত সেনার মৃত্যু হয়েছে, বিস্তারিতভাবে সেই হিসাব দেয়নি রাশিয়া। মাত্র দুই-একবার সেনাদের মৃত্যুর হিসাব দিয়েছে। তবে ইউক্রেনের দাবি অনুযায়ী রাশিয়া যেটা বলছে, এর চেয়ে অনেক বেশি সেনা নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে।
উন্মুক্ত তথ্যসূত্র ব্যবহার করে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সেনা বিশেষ করে এলিট রেজিমেন্টের নিহত সেনাদের হিসাব করে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার এলিট ৩৩১ রেজিমেন্টের অন্তত ৩৯ জন নিহত হয়েছেন।
গত ১৩ মার্চ ইউক্রেনে প্রাণ হারান এই রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল সের্গেই সুখারেভ। মৃত্যুর পর তাকে ‘হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন মেডেল’ (মরণোত্তর) দেওয়া হয়। তার শেষকৃত্যে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ইউরি সাদোভেঙ্কো বলেন, ‘কর্নেল ভবিষ্যতের জন্য বেঁচে ছিলেন, আমাদের সবার ভবিষ্যতের ও নাৎসিমুক্ত একটি ভবিষ্যতের জন্য বেঁচে ছিলেন।’
বিবিসি বলছে, বেলারুশ হয়ে রাশিয়ার যে সেনাবহর ইউক্রেনে ঢুকেছিল, এসব সেনা ওই বহরে ছিলেন। তাদের নেতৃত্বে ছিল আকাশপথে ভূমিতে নেমে যুদ্ধে অংশ নেওয়া রুশ বাহিনী। রাশিয়ার এই বাহিনী ভিডিভি নামে পরিচিত। বেলারুশ হয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হওয়াটাই ছিল এই বাহিনীর লক্ষ্য। ইউক্রেনের রাজধানী অভিমুখে অগ্রসর হওয়ার পথে কিয়েভের উপকণ্ঠে বুচা, ইরপিন ও হোসতোমেলের মতো শহরগুলোতে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল।৩৩১ রেজিমেন্টের সেনারা রাশিয়ার সেনাবাহিনীর মধ্যে নিজেদের সবচেয়ে অভিজাত মনে করে। গত বছরের মে মাসে অনলাইনে পোস্ট হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একজন জেনারেল এই রেজিমেন্টের সেনাদের বলছেন, তারা হলেন সেরাদের সেরা। বলকান, চেচনিয়া এবং ২০১৪ সালে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের সময় এসব সেনাকে পাঠানো হয়। এছাড়া মস্কোর রেড স্কয়ার প্যারেডেও নিয়মিত অংশ নেয় এই রেজিমেন্ট।