ফুটবল মাঠে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন গ্রিসের ফুটবলার আলেক্সান্দ্রোস লাম্পিস। গত পরশু (২ ফেব্রুয়ারি) তৃতীয় বিভাগের দল লিউপুলির হয়ে খেলতে নেমেছিলেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার। তার মৃত্যুতে শোক নেমে এসেছে ইউরোপের ফুটবল অঙ্গনে।
মিউনিসিপ্যাল স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন সময় হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন লাম্পিস। স্টেডিয়ামে কোনো অ্যাম্বুলেন্স উপস্থিত না থাকায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। স্টেডিয়ামে অ্যাম্বুলেন্স এসে পৌঁছাতে ২০ মিনিটের বেশি সময় নেয়। এতে করে তরুণ ফুটবলারের জীবন আর বাঁচানো সম্ভব হয়নি।
তরুণ ফুটবলারের মৃত্যুতে নিজেদের ওয়েবসাইটে দুঃখ প্রকাশ করেছে ইলিউপোলি। ক্লাবটি লিখেছে, ‘আমাদের লাম্পিস, আমাদের বন্ধু, আমাদের ভাই, আপনি এতদ্রুত চলে গেলেন। পুরো দল, পুরো শহর আজ শোকাহত। আপনার পরের জীবন সুন্দর হোক।’
আট মাস আগে ইউরোয় ডেনিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন মাঠেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে পড়ে গিয়ে শঙ্কা তৈরি করেছিলেন। ভাগ্যিস, মাঠেই ‘সিপিআর’ ও ডিফিব্রিলেটর দিয়ে তার চেতনা ফিরিয়ে আনেন ডেনিশ অধিনায়ক সিমোন কায়ের ও দুই দলের চিকিৎসকেরা। এরিকসেন সে যাত্রায় প্রাণে বেঁচে গিয়ে এখন মাঠে ফেরার অপেক্ষায়। বুকে ‘পেসমেকার’ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ব্রেন্টফোর্ডের হয়ে খেলবেন তিনি।
এছাড়া হৃদরোগজনিত কারণে তাড়াহুড়ো করে ফুটবলকে বিদায়ই বলে দিলেন আর্জেন্টাইন তাকরা সার্জিও আগুয়েরো। স্পেনের কিংবদন্তী গোলরক্ষক ইকার ক্যাসিয়াসও হৃদযন্ত্রের ধকলে ক্যারিয়ারের শেষ দিকে লম্বা সময় মাঠের বাইরে থেকেছেন। একই কারণে ফুটবলটাই অনিশ্চিত হতে বসেছিল স্পেন ও রিয়াল মাদ্রিদের রাইটব্যাক কারভাহালের। যদিও শেষপর্যন্ত সব শঙ্কা উড়িয়ে ফুটবল চালিয়ে যাচ্ছেন তিনি।