দেশের সবচেয়ে দূষিত জেলা গাজীপুর। দূষিত শহরের তালিকায় ঢাকা রয়েছে দ্বিতীয় নম্বরে। স্টামফোর্ড বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) ‘দেশব্যাপী ৬৪ জেলার বায়ুমান সমীক্ষা-২০২১’ শীর্ষক বৈজ্ঞানিক গবেষণার ফলাফলে এ তথ্য উঠে এসেছে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল তুলে ধরেন ক্যাপসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী।
গাজীপুর দূষণের দিক থেকে বায়ুমান প্রতি ঘনমিটারে ২৬৩.৫১ মাইক্রোগ্রাম। তালিকায় নারায়ণগঞ্জ তৃতীয় অবস্থানে রয়েছে।