আবারও বাড়ল এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) মূল্য। ফ্রেব্রুয়ারি মাসের জন্য গ্রাহক পর্যায়ে কেজিতে দাম সাড়ে ৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য ১ ০৩ টাকা ৩৪ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১১৭৮ টাকা থেকে বেড়ে ১২৪০ টাকা হয়েছে।
বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল।
সংবাদ সম্মেলনে বলা হয়, বেসরকারি এলপিজির দাম ভোক্তাপর্যায়ে প্রতি কেজি ১০৩ টাকা ৩৪ পয়সা। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে ১২ কেজি বোতলজাতকৃত এলপিজির মূল্য ১২৪০ টাকা। এ আদেশ ৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দামই বহাল থাকবে।