" />
সোমবার দুপুরে রাজধানীর বনানী পূজা মণ্ডপে দুর্গাপূজা উপলক্ষে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান।
শারদীয় দুর্গপূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
র্যাবের ডিজি বলেন, আমাদের কাছে জঙ্গি হামলার কোনও গোয়েন্দা তথ্য নেই। তারপরও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না, প্রস্তুত রয়েছি। জঙ্গিদের যেকোনও হামলা নস্যাৎ করে দিতে আমরা প্রস্তুত আছি।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে গত ৫ অক্টোবর থেকে সারাদেশে কাজ করছে র্যাব। আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। ১৬ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে।
যেকোনও ঘটনা ঘটলে র্যাবের সদর দপ্তরের হটলাইন ০১৭৭৭৭২০০২৯ নম্বরে অভিযোগ ও তথ্য দেওয়ারও অনুরোধ করেছেন তিনি। ndtvbd/news desk