" />
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লখিমপুরে গাড়িতে পিষে চার কৃষক হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পুত্র আশিষ মিশ্রকে। তাকে আদালতে হাজির করলে আদালত তাকে ১৪ দিনের বিচারিক কারা হেফাজতের নির্দেশ দেন। রোববার দ্য হিন্দু অনলাইন এ খবর জানিয়েছে।
গ্রেপ্তারের পর মন্ত্রীপুত্র আশিষ মিশ্রকে জেরা করে পুলিশ। অধিকতর জেরার জন্য ইতোমধ্যে তার রিমান্ড আবেদন করা হয়েছে।
গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এগোচ্ছিলেন কৃষকরা। এক ভিডিও ফুটেজে দেখা গেছে, পেছন থেকে একটি গাড়ি (মন্ত্রীপুত্রের গাড়ি) এসে কৃষকদের ধাক্কা দেয়।
ওই ঘটনায় চার কৃষক নিহত হন; আহত হয়েছেন আরও আট জন। এ নিয়ে ভারতজুড়ে মন্ত্রীপুত্র আশিষের গ্রেপ্তারের দাবি উঠে। বিশেষ করে ভারতের বিরোধী দলগুলো জোরালোভাবে এ দাবি জানাতে থাকে।
আশিষ মিশ্রের মামলার তদন্তে থাকা জ্যেষ্ঠ প্রসিকিউশন কর্মকর্তা এসপি যাদব বার্তাসংস্থা পিটিআইকে বলেন, বিচারিক ম্যাজিস্ট্রিটের কাছে আশিষ মিশ্রকে রিমান্ডে নেয়ার একটি আবেদন করা হয়েছে। ১১ অক্টোবর (কাল) এ আবেদনের শুনানি হবে। ndtvbd/news desk